কোরআনে কারিমের বাস্তব নমুনা হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই। আল্লাহ তায়ালা কোরআনে কারিমে যা বলেছেন সেগুলো নবিজি পালন করেছেন এবং মানবজাতিকে পালন করার আহ্বান করেছেন। যাকে হাদিস শরিফ বলা হয়। হাদিস শরিফ হলো কোরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। ইসলামি জীবনের আলোচনা-পর্যালোচনা। যুগে যুগে হাদিস শরিফ সংরক্ষণের যথাযথ গুরুত্ব দেয়া হয়েছে। খুব নিরাপদভাবেই সংরক্ষিত আছে।br আলহামদুলিল্লাহ! আমরা নবিজির হাদিস শরিফ সমূহ বিষয়ভিত্তিক করে ছোট ছোট পুস্তিকা আকারে ব্যাপকভাবে সকল শ্রেণির মানুষের নিকট পৌঁছে দেবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যাতে সকলে খুব সহজে সব বিষয়ে সব হাদিস পড়ে সে অনুযায়ী আমল করতে পারে। আমাদের এ বইটি তারই একটি অংশ। কোরআনে কারিমের বাস্তব নমুনা হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই। আল্লাহ তায়ালা কোরআনে কারিমে যা বলেছেন সেগুলো নবিজি পালন করেছেন এবং মানবজাতিকে পালন করার আহ্বান করেছেন। যাকে হাদিস শরিফ বলা হয়। হাদিস শরিফ হলো কোরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। ইসলামি জীবনের আলোচনা-পর্যালোচনা। যুগে যুগে হাদিস শরিফ সংরক্ষণের যথাযথ গুরুত্ব দেয়া হয়েছে। খুব নিরাপদভাবেই সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ! আমরা নবিজির হাদিস শরিফ সমূহ বিষয়ভিত্তিক করে ছোট ছোট পুস্তিকা আকারে ব্যাপকভাবে সকল শ্রেণির মানুষের নিকট পৌঁছে দেবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যাতে সকলে খুব সহজে সব বিষয়ে সব হাদিস পড়ে সে অনুযায়ী আমল করতে পারে। আমাদের এ বইটি তারই একটি অংশ। হজরত জায়েদ ইবনে সাবেত রাদি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার নিকট হতে হাদিস শরিফ শুনে তা মুখস্থ রাখলো এবং অন্যের নিকটও তা পৌঁছে দিলো, আল্লাহ তায়ালা তাকে চির উজ্জ্বল করে রাখবেন। জ্ঞানের অনেক বাহক তার চেয়ে অধিক সমঝদার লোকের নিকট তা বহন করে নিয়ে যায়; যদিও জ্ঞানের বহু বাহক নিজেরা জ্ঞানী নয়। (সুনানে আবু দাউদ শরিফ-৩৬৬০, সুনানে তিরমিযী শরিফ-২৬৫৬)
মুহাম্মাদ ওমর ফারুক মুসআব৷ তিনি খৃস্টাব্দ ১৯৯০ সালের ১৮ই আগস্ট কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সেন্দি গ্রামে জন্ম গ্রহণ করেন৷ মুন্সী বংশের ধর্মীয় পরিবেশে তার বেড়ে ওঠা৷ প্রাথমিকভাবে স্কুলের লেখাপড়া শেষ করে গ্রামের মাদরাসাতেই পড়াশোনা করেন৷ আরবির ইবতিদায়ী শিক্ষা লাভ করেন গ্রামের মাদরাসা থেকেই৷ এরপর ঢাকা চূড়িহাট্টা শাহী মসজিদ-মাদরাসা থেকে সুনামের সাথে কুরআনের হিফজ সম্পন্ন করেন। ঢাকা উত্তরার ঐতিহ্যবাহী বাইতুস সালাম মাদরাসা থেকে বেফাকের শিক্ষা বোর্ডের অধীন কওমী শিক্ষাধারার উচ্চতর স্তর তাকমীল (মাস্টার্স) প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী নুরিয়া আরবি বিশ্ববিদ্যালয় এ৷ সেখান থেকেই সুনামের সাথে তিনি ইফতার (ইসলামিক আইন) পাঠ সম্পন্ন করেন। বাংলা ও আরবি ভাষা-সাহিত্যের অঙ্গনে তার দীর্ঘ দিনের বিচরণ৷ ইসলাম ও দীনের প্রচার-প্রসারে লেখনির মাধ্যমে খেদমত করে যাচ্ছেন। পাশাপাশি আঞ্জাম দিয়ে যাচ্ছেন ইমামতি ও শিক্ষকতার মতো মহান ও গুরুভার দায়িত্ব৷ বর্তমানে তিনি ঢাকার ঐতিহ্যবাহী খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি৷