ফ্ল্যাপে লিখা কথা বঙ্গবন্ধুকে জীবনে যারা একবারও দেখেনি তারা কোনো না কোন ভাবে একবার হলেও তাঁর নাম উচ্চারণ করেছে অথবা স্মরণ করেছে। বঙ্গবন্ধু বাংলাদেশের অবিচ্ছেদ্য। আলো,বাতার আর আকাশ। একটা ছাড়া অন্যটার অস্তিত্ব চিন্তাই করা যায় না। এই মহামানুষটির ডাক নাম খোকা। বাল্য বন্ধুরা মিয়াভাই বলে ডাকাতেন। খোকা থেকে মিয়া ভাই। তারপর শেখ মুজিবুর রহমান। তারপর বঙ্গবন্ধু থেকে জাতির জনক। তারপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সার্থক বাংলার মাটি, ধন্য বাংলার মানুষ। বঙ্গবন্ধুকে নিয়ে বহু শব্দ, বাক্য রচিত হয়েছে এবং আরো হবে। একবার ভাবুনতো এই মানুষটির শৈশব-কৈমেঅর কেমন ছিল? কিভাবে তিনি বাল্যজীবন কাটিয়েছেন? হ্যাঁ- এরই জবাব আমরা জানবো ‘বঙ্গবন্ধু অজানা অধ্যায়’ বইখানিতে। সূচিপত্র *চেতনার গভীর নিনাদ * বাংলাদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে পরিচয় *একনজরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এর সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং গুরুত্বপূর্ন সমসাময়িক তথ্যাদি * বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের বন্ধু ও স্বজনদের স্মৃতিচারণ মূলক সাক্ষাৎকার * সরদার রহমত জাহান * শেখ আশরাফুল হক আমিন মিয়া * কাজী শাজাহান (খোকা মিয়া) * হাবিবুর রহমান কাজী * সুধন্য কুমার রায় চৌধুরী (ধলুবাবু) * মিসেস কামরুন্নাহার * আবুল হাসেম সমাদ্দর * সৈয়দ নুরুল হক ( মানিক মিয়া) * আলহাজ্ব মো: সাইদুর রহমান( চাঁদমিয়া মোক্তার) * আঃ ছাত্তার মোল্লা * শেখ শাহাদাৎ হোসেন * নূরুল ইসলাম (নসু মিয়া) * এমদাদুল হক চৌধুরী * কামরুল ইসলাম (রইচ মিয়া) মোঃ রজব আলী শেখ * অমরন্দ্রেনাথ বিশ্বাস( অনুদা) * আবদুল মান্নান শেখ
Alam Talukder, জন্ম ১লা জানুয়ারি ১৯৫৬, টাঙ্গাইলে। শিশুসাহিত্যের প্রায় সব শাখায় তাঁর স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিচরণ। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আশি ছাড়িয়েছে। শুধু শিশুসাহিত্য নয়, রম্যসাহিত্যেও তাঁর মুন্সিয়ানা লক্ষ করা যায়। চাঁদের কাছে জোনাকি ছড়ার বইয়ের জন্য ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পালক অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পুরস্কার, কাদির নওয়াজ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, সাহস পুরস্কার, স্বাধীনতা সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে তিনি সম্মুখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ আমার অহংকার নামে একটি বইও তিনি রচনা করেছেন। আলম তালুকদার দেশের বিভিন্ন পাঠাগারের আজীবন সদস্য। বাংলা একাডেমীর জীবন সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তাঁর একটা মাত্র গিন্নি এবং একটা মাত্র নাতনি। তিনি তিন সন্তানের জনক। তাঁর প্রিয় ছড়ার লাইন- ‘শব্দ ছাড়া হয় না কিছু শব্দ হলো গুণ শব্দে জাগায় ভালোবাসা শব্দ করে খুন’