নিখিল প্রেমাস্পদ স্রষ্টা, প্রেমেই সৃজিয়াছেন বিশ্বব্রহ্মা-ের সমুদয় সৃষ্টি নিশ্চয়। প্রেম সীমাহীন-সজ্ঞাহীন, অদৃশ্য-অনন্ত, বর্ণ-গন্ধ-আকারহীন। তথাপিও প্রেম চিরন্তন, প্রেম শাশ্বত সুন্দর, প্রেম চির নতুন, প্রেম সর্বশক্তিমান ও এক অনুপম প্রশান্তিময় আনন্দের পারাবার। প্রতিটি অস্তিত্ব অস্তিত্বশীল আছে অনন্ত প্রেমের বন্ধনে। প্রেমই যেন কাল্ হতে কাল্ প্রবাহমান। প্রেমেই ঘটে দ্বৈততার অবসান। প্রেমের পথই যেনো একত্বের পথ। প্রেমই যেনো সৃষ্টির সঞ্জীবনী সুধা। প্রেমময় প্রভু তাঁর প্রিয়তম প্রণয়ী দিল্ পেয়ারা নবী মোহাম্মদ (সা. আ.) কে সমুদয় প্রেম পসরায় সুসজ্জিত করে অভিসিক্ত করেন সমগ্র আলমের রহমত স্বরূপ সৃষ্টিকুলের বরদান করে। প্রেরণ করেণ জগৎ কুলায় ধূসর মরু প্রাঙ্গনে। যাঁর সুষমাম-িত প্রেমের প্রভায় উবে যায় জগতের নিদারুন নিকষ কালো অন্ধকার, অসহিষ্ণুতা, কদর্যতা, অন্যায় ও অপ্রেমের প্রগাঢ় কুজ্ঝটিকা। যে প্রেমের বেণু ধ্বনি নিরূপম লহরে সতত যত কলুষ-কালিমা, অহম-গরিমা বিমুক্ত করে, নিখিল সৃষ্টির বাঁকে বাঁকে তুলিয়া বিরামহীন তান। জাতিভেদহীন, বর্ণভেদহীন, ধর্মভেদহীন সমুজ্জ্বল প্রেমের ঐশ্বর্যময়তার দীপ্তি ছড়িয়ে হৃদয় থেকে হৃদয়ে অপার প্রীতির পরিশীলনে ভারত উপমহাদেশকে সন্নিবেশিত করে সম্প্রীতি ও সৌহার্দ্যরে এক অনন্য বৈশিষ্টময় ভূখন্ডের রূপদান করেন বিশ্বমানবতার অগ্রদূত খাজা গরীব নাওয়ায মঈনুদ্দীন চিশতী আজমেরী। সে নিরন্তর প্রেমের মাধুর্য আর মধুরিমা নিখিল ভুবনকে করে প্লাবিত।
সে অভিন্ন প্রেমেরই স্রােতস্বিনী, সে অতুল প্রেমেরই প্রস্ফুটিত শীরিণ গোলাব, শাহানশাহে চিশতীনগর শাহ্ ছুফী ছৈয়দ গোলাম মাওলা হোছাইনী চিশতী শামপুরী ক্বেবলা কা’বা (রহ.)। যাঁর প্রেমনিকুঞ্জ চিশতীনগরে বেশুমার প্রেমিক বুলবুলি অপরিমেয় প্রেমামৃতে সিক্ত হচ্ছে অহর্ণিশ। যাঁর দিব্যকান্তিময় ভুবনমোহন রূপরাগিনী মানস আঁখিতে চয়ন করে স্ব-স্ব হৃদয় রঞ্জিত করছে নিখিল প্রেমিককুল। বিরহী তার সন্তাপে লভিছে প্রশান্তি, বিদিশার মিলছে দিশা, সর্বহারার জুটছে হারা নিধি, পিয়াসি মিটাইছে মরম, কূলহারার মিলছে কূল, দুখিনীর হচ্ছে দুঃখ হরণ, এ এক অপার্থিব কৃপার প্র¯্রবন, অবিরল লীলার আধার। সুদূরপরাহত অযোগ্য এ দীনহীন দাসানুদাস লুন্ঠন সদা প্রেমরাজ শামপুরী প্রিয়ার কৃপার সোপান তলে। ভিখ্ মাগে অণুক্ষণ তাঁরই প্রেমের পীযূষধারা প্রাণের পেয়ালায় অবিরাম। তৃষ্ণা বিচূর্ণ-চিত্তের ঝঙ্কারা এ উপাখ্যান, আমার প্রেমাস্পদ দীক্ষাদাতা মহাতাপস ছুফী অলিআল্লাহ্ ডা. ছৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী (রা.) (আ.) সমীপে। তিঁনি যেনো উতরে দেন মানস প্রিয়া শামপুরী’র প্রেমার্ণবে এবং মাওলা প্রিয়ার প্রেমেরই অসীম ফল্গুধারায় অভিস্নাত হয় মম ললাটপুরী।