#বিষয়ভিত্তিকজুমু'আর_খুতবা দাওয়াতের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খুতবা বা বক্তৃতা। নবী ('আলাইহিস সালাম)-গণ খুতবা বক্তৃতার মাধ্যমে মানুষকে আল্লাহ্ তা'আলার দ্বীনের দিকে আহবান করতেন। তাঁদের উত্তরসূরী হিসেবে আলেম ওলামাগণও এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন। মহান আল্লাহ্ জুমু'আর দিনটিকে বিশেষ ফজিলতময় করেছেন। সাথে সাথে এ দিনে জুমু'আর সালাত ও খুতবাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। জুমু'আর খুতবা আমাদের দেশে অধিকাংশ মসজিদে অগোছালোভাবে দেয়া হয়। এতে করে সাধারণ মুসল্লিগণ ধারাবাহিকভাবে কোনো বিষয়ে জ্ঞানার্জন করতে পারে না। আবার অধিকাংশ মসজিদে মূল খুতবা আরবীতে প্রদান করায় সাধারণ জনগণের জন্য তা বোধগম্য হওয়া দুস্কর হয়। সম্মানিত খতিবগণের সময়ের স্বল্পতার কারণে বা পর্যাপ্ত গবেষণার রসদ না থাকায় অগোছালো খুতবা থেকে মুক্তি ও সাধারণ জনগণের বোধগম্য মাতৃভাষায় প্রদত্ত খুতবার মলাটবদ্ধ সংস্করণ "বিষয় ভিত্তিক জুমু'আর খুতবা" গ্রন্থটি ড. মোহাম্মদ ইমাম হোসাইন (حفظه الله) প্রদত্ত খুতবার সংকলন। প্রায় ১০০টি বিষয়ে প্রদত্ত খুতবা নিয়ে মোট তিন খণ্ডে প্রকাশিত হবে অত্র গ্রন্থটি। যার ১ম খণ্ড প্রকাশিত হয়েছে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণী বাজার রাজশাহী থেকে। فلله الحمد বাকি দু'টি খণ্ডও অচিরেই প্রকাশিত হবে ইন-শা-আল্লাহ
ড. মোহাম্মদ ইমাম হোসাইন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নুর আহমাদ, মাতার নাম আনোয়ারা বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে একাদশতম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম স্থান অধিকার করে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। পরবর্তীতে একই বিভাগ হতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। কামিল (হাদীস) পরীক্ষায়ও প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের আরবী বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তিনি তাফসীরুল কুরআন, খুতবা, ওয়াজ মাহফিল, বিভিন্ন আলোচনা ও লেখনীর মাধ্যমে শির্কমুক্ত তাওহীদি ঈমান এবং বিদ‘আতমুক্ত সুন্নাতি আমলের দাওয়াতের কাজ করে থাকেন (www.tafseerulquran.com)। তাঁর লিখিত ইসলামের বিভিন্ন বিষয়ে এগারোটি গবেষণা প্রবন্ধ বিভিন্ন রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে।