প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি ফেসবুকে দু ধরনের পোস্ট করে থাকে। হয় সে পোস্ট কোন ভালো ও কল্যাণকর কোন তথ্য কিংবা দুঃখ-কষ্ট বিষয়াবলী ইত্যাদি দিয়ে। তন্মধ্যে বিশেষ করে যারা ফেসবুকে দাওয়াতি কাজ হিসেবে যে বা যারাই কিছু লেখে পোস্ট করেন সেগুলো কিন্তু বলা যায় বেশিরভাগই ব্যক্তির সঞ্চিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। যেগুলো থেকে আমরা অস্থায়ী ভাবে যে যার ফ্রেন্ড লিস্টে থাকে তারাই কেবল তাদের এসব পোস্ট থেকে উপকারী বিষয়গুলো থেকে জ্ঞানার্জন করে থাকি। লেখা-লেখির মাধ্যমে যে সকল স্কলারগণ তাদের সঞ্চিত বিক্ষিপ্ত বিষয়গুলো ফেসবুকে পোস্ট করে জাতির খেদমত দিয়ে আসছেন তাদের অন্যতম হলেন বহুগ্রন্থ প্রণেতা শাইখ শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানীহাফিযাহুল্লাহ। তিনি ফেসবুকে বিভিন্ন সময় এমন কিছু অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করেন যেগুলো সাধারনত একজন সাধারন লেখক বা পাঠকের জন্য সংগ্রহ করা দুষ্কর। এমন কিছু গুরুত্বপূর্ণ পোস্টে ছড়িয়ে ছিটে থাকা মণিমুক্তা ও হীরাপান্না বিষয়গুলোকে স্থায়ীভাবে পাঠকদের সুবিধার্থে সম্মানিত লেখক #বিক্ষিপ্ত_হীরাপান্না নাম করণ করে ফেসবুকের সে সব অতীব প্রয়োজনীয় দালীলিক বিষয়গুলোকে কাগজের পাতায় হীরা পান্নায় রুপ দান করেছেন। আশা করি এমন একটি বইয়ের মাধ্যমে মানুষ ফেসবুকে লেখনীর এক বিস্ময়কর এক নবদিগন্তের সূচনা ঘটবে ইনশাআল্লাহ। পাঠক মোহল, এ বই থেকে বাস্তবভিত্তিক অনেক অজানা তথ্য এক অভিনব বিন্ন্যাসে এক মলাটের ভিতর খুঁজে পাবে পাঠকের হারানো ও অজানা অনেক হীরা মণি মুক্তা।