সতত স্রোতের মত বহমান এই সময়। সে রকমই চলমান বাংলাদেশের রাজনীতি। সময় ও স্রোতে তা কালের কপোলে হারিয়ে যায়। তাই ’সমসাময়িক রাজনীতি’র এই গ্রন্থে বিধৃত হয়েছে আমাদের সময়ের রাজনৈতিক ইতিবৃত্ত। কালের স্রোতের সাথে আরও বিয়োগ ঘটিয়েছে করোনা কাল। অথচ আমাদের মনের মনিকোঠায় জমে আছি সেসব আনন্দ বেদনার কথা। আমরা দেখেছি কতৃত্ববাদে ধাবিত হয়েছে দেশ। অপরাধের রাজনীতিকরণ ঘটেছে। দ্রব্য মূল্যের লাগামহীন ঘোড়া এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আমাদের। আমরা দেখেছি পুরনো সেই নিপীড়ন কৌশল । নির্বাচন নিশীথ রাতের প্রহসনে পরিণত হয়েছে। আমরা চেয়েছি 'ফ্রিডম ফ্রম ফিয়ার'। সিভিল সোসাইটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য। অথচ অনিশ্চিত থেকেছে ভোটাধিকার। জাতীয় রাজনীতি পরিণত হয়েছে 'ভিলেজ পলিটিক্সে'। বিচারের বাণী কেঁদেছে ’সরবে সদর্পে’। অনুভূত হয়েছে অপরিহার্য নেতৃত্বের প্রয়োজনীয়তা। এখনও 'গগণে গরজে মেঘ'। 'মুক্তি অথবা মৃত্যু'র স্লোগান প্রতিধ্বনিত সমসাময়িক রাজনীতির অঙ্গনে। এসবেরই সরস বয়ান রয়েছে এখানে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের গভীর বিষয় বিশ্লেষণ করেছেন একজন প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী এই সংযোজনে। আজও যারা এই সমাজে জ্ঞানকে শক্তি মনে করেন তারা দিকনির্দেশনা পেতে পারেন গ্রন্থটি পাঠে।