উদীয়মান ও সম্ভাবনাময় মানবতাবাদী কবি সাইফ সুমনের নতুন সৃষ্টি ‘ব্যথার বাদ্য’ কাব্যগ্রন্থ; নামের মধ্যেই অন্যরকম একটা ভাব ও বার্তার প্রাপ্তিযোগ কাব্যগ্রন্থটি মানসিক টানাপোড়েন,সমাজ দর্শন, প্রেমবিরহ, প্রকৃতি প্রেম ও দ্রোহের সমন্বিত একটি অনন্য ধারা সৃষ্টির সফল প্রয়াস। কবির নিজস্ব ভাষাবোধ, জীবন দর্শন ও অভিজ্ঞতা জাত ছন্দ, অলংকার, রসবোধ ও গদ্য সুধায় পরিপুষ্ট একটি উচ্চমান সম্পন্ন কাব্যকলার নাম ‘ব্যথার বাদ্য। কবির ‘ব্যথার বাদ্য' কাব্যগ্রন্থে অক্ষম আক্রোশ, এবার সত্যিই আমি নষ্ট হবো, তোমাকে ভালবাসার পরে, তালাশ, ধূসর প্রতিকৃতি, নবগঙ্গার প্রতি, একটি দুঃস্বপ্ন, পলায়ন, জীবনসূচি, বাড়ি নং ১৮, দুঃখবাদীর দরখাস্ত, যদি, আবার যদি, নিষ্ক্রিয় নিয়তি, অন্তর্দাহ, কিছুই আর অবশিষ্ট নেই, নতুন অধ্যায়, যে আগুনে দগ্ধ আমি, ভালো থাকার অভিনয় আর কত, অবশেষে বুঝে গেছি ভালবাসা কী, লাশের আত্মহত্যা সহ অন্যান্য কবিতাগুলো দ্রোহ, প্রেম-বিরহ, সমাজদর্পণ ও মনস্তত্ত্বের এক জীবনঘনিষ্ঠ দলীল। কবিতাগুলো কবিতা প্রেমীদের মনন ও সৃষ্টিতে নতুন ভাবধারার উদ্রেক ঘটাবে-এই আশাবাদ ব্যক্ত করছি। কবিতা হোক জীবনের, জীবন হোক কবিতার।