তৌহিদা আজিম, অনিন্দ্য সুন্দর কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরের সিকদারপাড়া গ্রামে যার জন্ম। বাবা মরহুম নুরুল আজিম চৌধুরীর আদর্শ ধারণ করে বেড়ে উঠা কবিকে সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছেন তার মমতাময়ী মা কামরুননেছা আজিম। মূলত মায়ের দেখাদেখি বই পড়ার প্রতি তাঁর আগ্রহ, মায়ের অনুপ্রেরণাতেই প্রবেশ করেন সাহিত্যজগতে। কবির লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় "দৈনিক স্বদেশ বাণী" পত্রিকায়, এরপর থেকেই সাহিত্যচর্চা করে গেছেন নিয়মিত। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় প্রকৃতি যেমন উঠে এসেছে তাঁর কবিতায় তেমনিভাবে মুক্তদিগন্তে প্রকাশ পেয়েছে প্রেম, দ্রোহ, রাজনীতি, প্রাকৃতিক মুক্ততা, বৈষম্য প্রমুখ বাস্তবতা ও গ্রামীণ ঐতিহ্য। পড়া লেখা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার আইন কলেজ। শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি, সি-ইন-এড। পেশায় তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন অধ্যাবদী । তৌহিদা আজিম দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সাহিত্য একাডেমির নিবার্হী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কর্তৃক কবিতা ও আবৃত্তিতে "সিডিএস স্টার এওয়ার্ড" এ ভূষিত হন, এছাড়াও ব্যক্তি ও বিভিন্ন ক্ষেত্রে পেয়েছেন আরও অনেক সম্মাননা। ২০১৮ সালের অমর একুশে বই মেলায় তৌহিদার প্রথম কাব্যগ্রন্থ "চাঁদ ডুবেছে করতলে" প্রকাশিত হয়, "মৃম্ময়ী মা" কবির দ্বিতীয় সৃষ্টি। বাবা মা বেচে নেই,কিন্তু বাবার সত্যাশ্রয়ী সাহসিকতা ও মায়ের অসীমতট আদর্শকে ধারণ করে তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে।