আপনি মাদরাসাপড়ুয়া হোন, কিংবা কলেজপড়ুয়া, সত্যি করে বলুন তো, পড়াশোনার এই দীর্ঘ সময়ে—আদর্শ পরিবার গঠনের জন্য কয়টা বই বা পৃষ্ঠা আপনাকে পড়ানো হয়েছে? ক’জন শিক্ষাগুরুর কাছে পেয়েছেন আদর্শ স্বামী-স্ত্রী কিংবা বাবা-মা হওয়ার দীক্ষা? এই যে পরিবারগুলোতে অশান্তি লেগেই আছে, প্রতিনিয়ত ভাঙছে স্বপ্ন দিয়ে বোনা সুখের সংসারগুলো, এর কারণ আপনার জানা আছে কি!? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ‘আদর্শ পরিবার গঠনে আপনার মানসিক প্রস্তুতি কতটুকু!?’ কী জবাব দেবেন আপনি!? আমাদের পরিবারিক বন্ধন এবং অবকাঠামোগুলো যে ভেঙ্গে যাচ্ছে প্রতিনিয়ত, কখনো কি এর কারণ জানতে চেয়েছেন? একসাথে থেকে এবং এক বিছানা ঘুমিয়েও যে স্বামী-স্ত্রীর মধ্যে যোজন যোজন দূরত্ব, এর কারণ খুঁজেছেন কখনো? পাশাপাশি অবস্থান করেও আপনারা হৃদয়ের কাছাকাছি হতে পারছেন না, কিন্তু কেন!? আসলে শিক্ষাব্যবস্থা আমাদের পুঁজিবাদের সেবাদাস হওয়া শেখায়। নয়টা-পাঁচটা অফিস করার মানসিকতা বানায়। কিন্তু আদর্শ স্বামী-স্ত্রী এবং আদর্শ বাবা-মা হওয়া শেখায় না। এজন্যই আমাদের পরিবার এবং সমাজে এতো হতাশা-দুর্দশা, এতো হাহাকার-নিরাশা। আজকে থেকে চলুন একটা নতুন জীবন শুরু করি। সত্যিকারের সুন্দর মানুষ হই। আপনার স্ত্রী যেন আপনার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। আপনার দিকে তাকালে আপনার স্বামীর যেন পরম তৃপ্তিতে বুকটা ভরে ওঠে। আপনাদের দাম্পত্য-ভালোবাসা যেন হয় রূপকথার ভালোবাসা মতো।