ইনসাইড দ্যা কভার' নামটাই কেমন যেন রহস্যময়। নামের মতো উপন্যাসটাও থ্রিলার, বাস্তবতা নির্ভর এবং রহস্যের সংমিশ্রণে সৃষ্ট। মূলত উপন্যাসটি লেখিকার জীবনে সংঘটিত কিছু ঘটনাবলির উপস্থাপনের মাধ্যমে রচিত। যার কারনে উপন্যাসের সমস্ত চরিত্র, স্থান, কাল এবং ঘটনা সত্য। যার মাধ্যমে লেখিকা সুহাসিনী নামক চরিত্রে নিজেকে প্রকাশ করেছেন। উপন্যাসের মূল চরিত্র সুহাসিনী। উদ্ভট ও চঞ্চল প্রকৃতির সুহাসিনী প্রভাবশালী ও ধনী পরিবারের সন্তান। সুহাসিনীর মাঝে যে বৈশিষ্ট্য প্রকট তা হলো উদ্ভট কথাবার্তা দ্বারা শ্রোতাকে চরম বিরক্তির স্বীকার করা। আর সুহাসিনী মেয়েটি তার নিখাদ হাসি দিয়ে সবার মনে প্রভাব ফেলতে পারে। যার কারণে সবার কাছে সবচেয়ে সুখী মানুষ হিসেবেও পরিচিতি পায় সুহাসিনী। প্রত্যেক ব্যক্তির মতো সুহাসিনীও কিছু কঠিন স্বপ্ন দেখতো। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা সবকিছুকে মূহুর্তেই ওলটপালট করে দেয়। যেটি সুহাসিনীর পরিবারকে মুহূর্তে ধনী থেকে মধ্যবিত্তে নিয়ে আসে। যেটি সুহাসিনীর স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেয়। যে সুহাসিনী এককালে দরিদ্রদের সাহায্য করতো সে সুহাসিনীকে অন্যের কাছে সাহায্যের আবেদন করতে হচ্ছে। কী এমন ঘটেছিল সুহাসিনীর সাথে? সে আর তার পরিবার কি সেই অকূল পাথার হতে উদ্ধার পেয়েছিল? না কি তলিয়ে গিয়েছিল অতল গহ্বরে? উপন্যাসটিতে অনেক কিছু শেখার আছে। কীভাবে সকল কিছুর মাঝে সুখ খুঁজে নিতে হয়, কীভাবে কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কীভাবে স্বার্থের রাজনীতি কারো জীবনে প্রভাব ফেলে এমন অনেক কিছু তথ্য দেওয়া আছে উপন্যাসে। তবে উপন্যাসে সবথেকে চমকপ্রদ বিষয়টি হচ্ছে ফোনকলের এক রহস্যময় কাল্পনিক ব্যক্তি। যার পরিচয় না পাওয়া পর্যন্ত, যাকে নিয়ে রহস্যের উন্মোচন না হওয়া পর্যন্ত পাঠক তাকে নিয়ে ভাবতে বাধ্য।
লেখিকার মতে, মানুষ আর যথাযথ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে- যথাযথ মানুষ ইতিবাচক চিন্তাভাবনা করতে জানে। তিনি ওই যথাযথ মানুষটি হতে চান। প্রতিটা বইয়ের মাঝেই জীবনের গল্পগুলাে ঠেসে দিতে ভালােবাসেন সি শরিফা সুহাসিনী। জন্ম চুয়াডাঙ্গা জেলায়। বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজে রসায়ন বিষয়ে অনার্স করছেন। লেখালিখি-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের একজন সক্রিয় স্বেচ্ছাসেবক তিনি। সুস্থ পৃথিবীর স্বপ্নে 'ট্রি ব্যাংক' নামক একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও রেডিও কণ্ঠে আর.জে হিসেবে কর্মরত আছেন দীর্ঘদিন। সুহাসিনী স্বপ্ন দেখেন সাহিত্যচর্চাকে এখনও যে সমাজ সময় অপচয় করা হিসেবে গণ্য করে, সেখানে নতুন লেখকদের আরও সক্রিয় করে এই চিন্তাধারার প্রথাকে ভেঙে দেওয়ার। সম্প্রতি prezzm.com নামক একটি দেশীয় ব্লগসাইট চালু করেছেন লেখকদের উন্মুক্ত প্ল্যাটফরম হিসেবে। এখন পর্যন্ত সুহাসিনীর প্রকাশিত বইসমূহ: ইনসাইড দ্যা কভার, প্যারানরমাল রুদ্র, লাল চশমা কালাে চশমা এবং প্রকাশিতব্য উপন্যাস - তবু বেধে রাখি মন (অমর একুশে বইমেলা ২০২২) ।