গল্প মানেই জীবন। জীবনের নানান ঘটনা, ইচ্ছে, স্বপ্ন, বাস্তবতা বা কল্পনা থেকেই লেখকের মস্তিষ্ক জন্ম দেয় একেকটা গল্পের। আর অনুগল্প হলাে শিশুর মুখের আধাে আধাে কথার মতাে, এক্ষেত্রে পাঠকের ভূমিকা মায়ের মতাে। পাঠক তার নিজস্ব বুদ্ধি দিয়ে লেখকের বলা অল্প কথার মর্ম বুঝে নিবে। অল্প কথায় তৈরি হওয়া গল্পগুলাে সর্বদা পাঠকের মনে নতুন রহস্যের সৃষ্টি করে।। অল্প কথার গল্প বইটি অনুগল্প সংকলন। যে বইয়ে আছে ব্যক্তিজীবন, সমাজ, রাষ্ট্র, ধর্ম, প্রেম, বিচ্ছেদ, কল্পনা, প্রাপ্তি বা অপ্রাপ্তির নানান রূপ। অল্প কথায় মনের ভাব প্রকাশ করা বেশ কঠিন। আর এবার সেই কঠিন কাজটাই নিপুণভাবে করেছে। তিন শতাধিক নবীন-তরুণ লেখক। তারা ঠিক ১১১ শব্দে জন্ম দিয়েছে একেকটা গল্পের। আর এই নব সৃষ্টিতে আমাদেরকে পথ দেখিয়েছে সাহিত্যচর্চা প্রকাশনী এবং প্রকাশক ফাহিম মাহমুদ।। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বইটাকে সাজিয়ে তােলার চেষ্টা করে গেছি। তারই ফলাফল সাহিত্যচর্চা প্রকাশনীর এই অল্প কথার গল্প বইটি। নবীনদের নব সৃষ্টিতে উজ্জ্বল হয়েছে বইয়ের প্রতিটি পৃষ্ঠা। আমি আশা করছি নবীনদের এই আন্তরিক প্রচেষ্টা আপনাদের মনে জায়গা করে নিতে সক্ষম হবে। আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রাপ্তি। আসুন সবাই সুস্থ সাহিত্যের প্রচার এবং প্রসার ঘটাই। নিজে লিখি এবং অন্যের লেখা পড়ি৷ এ বছরটি সবার সুন্দর কাটুক। মাহমুদা মিনি সম্পাদক, অল্প কথার গল্প, সাহিত্যচর্চা প্রকাশনী।