সমস্ত স্ততি স্বয়স্ভু অপরিহার্য সত্তা আল্লাহর জন্যই। অবিরাম রহমত ও শাস্তি বর্ষিত হউক দুজাহানের সরদার মুহাম্মদ সা. এর প্রতি। ভূমিকা কোন কথা দিয়ে শুরু করবো ভাবছিলাম। ভাবতেই বেশ সময় চলে গেল। হঠাৎ মনের আয়নায় ভেসে উঠল লোকমান হাকীমের রহ. প্রজ্ঞাপূর্ণ একটি কথা। সে কথা দিয়েই ভূমিকা শুরু ও শেষ করলাম। বইটির জন্য তাঁর এ কথাটিই আমার কাছে সবচেয়ে সঙ্গত মনে হয়েছে তাই। কথাটি হল ‘ হে বৎস্য নিশ্চয় মানুষৈর হৃদয়ে সব উত্তম কথার বীজ না গজালেও কিছু গজাবেই। তিনি এ কথাটি দ্বারা বুঝিয়েছেন মানবহৃদয় জমিনের মতই। জমিনে উত্তম ফসল না বুনে খালি ফেলে রাখলে সেটা খালি থাকেনা বরং আগাছা পরগাছায় ভরে যায়। িএক সময় জমিনটাতে ঝোপ-ঝাঁড় হয়ে জঙ্গল হয়ে যায়। বিষাক্ত পোকা মাকড় জীব জন্তু বসবাস শুরু করে। সমস্ত স্ততি স্বয়স্ভু অপরিহার্য সত্তা আল্লাহর জন্যই। অবিরাম রহমত ও শাস্তি বর্ষিত হউক দুজাহানের সরদার মুহাম্মদ সা. এর প্রতি। ভূমিকা কোন কথা দিয়ে শুরু করবো ভাবছিলাম। ভাবতেই বেশ সময় চলে গেল। হঠাৎ মনের আয়নায় ভেসে উঠল লোকমান হাকীমের রহ. প্রজ্ঞাপূর্ণ একটি কথা। সে কথা দিয়েই ভূমিকা শুরু ও শেষ করলাম। বইটির জন্য তাঁর এ কথাটিই আমার কাছে সবচেয়ে সঙ্গত মনে হয়েছে তাই। কথাটি হল ‘ হে বৎস্য নিশ্চয় মানুষৈর হৃদয়ে সব উত্তম কথার বীজ না গজালেও কিছু গজাবেই। তিনি এ কথাটি দ্বারা বুঝিয়েছেন মানবহৃদয় জমিনের মতই। জমিনে উত্তম ফসল না বুনে খালি ফেলে রাখলে সেটা খালি থাকেনা বরং আগাছা পরগাছায় ভরে যায়। িএক সময় জমিনটাতে ঝোপ-ঝাঁড় হয়ে জঙ্গল হয়ে যায়। বিষাক্ত পোকা মাকড় জীব জন্তু বসবাস শুরু করে।