প্রথম ফ্ল্যাপের লেখাঃ জানা নাই কানা তাই! এই কারণে আমি প্রথমেই জানাই, ছড়ার আসল ইতিহাস। গোমর করে দিলাম ফাঁস। তাতে বাড়তে থাকবে ছড়ার চাষ। তো শুরুটা হলো এক ছিল ছ'। একদম একা, কারো সাথে জন্মের পর হয়নি দেখা। বহুদিন একা একাই ছিল। আর কাহাতক? নিজের অজান্তেই চলে যায় ছাতায়, ছাগলে, ছালায়, ছলাকলায়! ওদের সাথে ছোটাছুটি করতে করতে একদিন হঠাৎ ড় এর সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল! ছ আর ড় হাত বাড়িয়ে কিছুক্ষণ “খাড়াইয়া থাকে। খেয়াল করুন ড়ে। হাত মিলাতে চায়, এমন তাই না? ছয়দিন হয়রাত ছড়াছড়ি, জড়াজড়ি করে শুয়ে থাকে, বসে থাকে, গড়াতে থাকে। রাতে দিনে বাড়ে সমানে সমানে! যেই দেখে সেই অবাক হয়। সারাক্ষণ ছুটাছুটি করতে ওদের ভালোলাগে। কিন্তু অন্যদের ভালো লাগে না। তাই তারা করলো কী? ছ এর পরে ড্র এর পাশে লাগালাগি করে একটা শুপারি গাছ লাগিয়ে দিল! তাতে এদিক ওদিক ঘোরাঘুরি বন্ধ হলেও গাছ বেয়ে উঠানামার আরেক দিগন্ত পেয়ে গেল। ফলে ওরা দুটায় ঐ গাছে ওঠে নামে, নামে ওঠে। যাকে বলে বিরতিহীন, সারাদিন, সারারাত। এইভাবে অতি ব্যবহারে ঐ শুপারি গাছটা গেল মরে! তাতে ওরা বিস্মিত হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। কয়দিন শোক প্রকাশ করে গাছকে অমরত্ব প্রদানের জন্য ছড় এর শেষে মরা গাছটাকে ড় এর শেষে দাঁড় করিয়ে দিল। তাতে কী হলো? ছ ড় 1= "ছড়া'! কিন্তু তাই বলে স্বভাব যায় কীভাবে? অমরত্ব দিলেও ছ আর ড় এর স্বভাবই হলো ছড়িয়ে, গড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আলোড়ন সৃষ্টি করা। বাংলাভাষায় আমার জানামতে এইভাবে 'ছড়া' শব্দটি এসেছে। বিশ্বাস না করলে অবিশ্বাসেরও তেমন কিছু নেই। দেখুন, পড়ুন আমার ছড়াগুলোর স্বভাব ঐরকম কি না?
Alam Talukder, জন্ম ১লা জানুয়ারি ১৯৫৬, টাঙ্গাইলে। শিশুসাহিত্যের প্রায় সব শাখায় তাঁর স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিচরণ। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আশি ছাড়িয়েছে। শুধু শিশুসাহিত্য নয়, রম্যসাহিত্যেও তাঁর মুন্সিয়ানা লক্ষ করা যায়। চাঁদের কাছে জোনাকি ছড়ার বইয়ের জন্য ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পালক অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পুরস্কার, কাদির নওয়াজ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, সাহস পুরস্কার, স্বাধীনতা সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে তিনি সম্মুখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ আমার অহংকার নামে একটি বইও তিনি রচনা করেছেন। আলম তালুকদার দেশের বিভিন্ন পাঠাগারের আজীবন সদস্য। বাংলা একাডেমীর জীবন সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তাঁর একটা মাত্র গিন্নি এবং একটা মাত্র নাতনি। তিনি তিন সন্তানের জনক। তাঁর প্রিয় ছড়ার লাইন- ‘শব্দ ছাড়া হয় না কিছু শব্দ হলো গুণ শব্দে জাগায় ভালোবাসা শব্দ করে খুন’