মার্কিন ঔপন্যাসিক ও হিউমরিস্ট স্যামুয়েল ল্যাংহোর্ন ক্লিমেন্স (১৮৩৫-১৯১০) তাঁর ছদ্মনাম মার্ক টোয়েন নামেই সারা দুনিয়ায় পরিচিত। তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম The Adventures of Huckleberry Finn (১৮৮৫), তার অপর উপন্যাস The Adventures of Tom Sawyer (১৮৭৬)-এর অনুবৃত্তি অর্থাৎ সিকুয়েল হিসাবে লিখিত। এই দুইটি উপন্যাসেরই আমরি বঙ্গানুবাদ বর্ণায়ন প্রকাশন কর্তৃক প্রকাশিত অনেক আগেই। টম সয়ার ও হালুবেরি ফিনকে নিয়ে মার্ক টোয়েনের আরও দুইটি উপন্যাস হচ্ছে Tom Sawyer, Detective 4 Tom Sawyer Abroad। তার মধ্যে প্রথমটির আমার বঙ্গানুবাদ বর্ণায়ন প্রকাশন কর্তৃক ২০১৯ সালের ফেব্রুয়ারি মেলায় প্রকাশিত হয়েছে। দ্বিতীয়টিরও আমার বঙ্গানুবাদ বৰ্ণায়নই প্রকাশ করেছে ২০২০ সালের ফেব্রুয়ারি মেলায়। ২০২১ সালের ফেব্রুয়ারি বইমেলা উপলক্ষে প্রকাশিত হয় আমার করা মার্ক টোয়েন-এর A Connecticut Yankee in King Arthur's Court (প্রথম প্রকাশ ১৮৮৯)-এর বঙ্গানুবাদ। এবারে অনুবাদ করা গেল মার্ক টোয়েন-এর The Prince and the Pauper| এবারেও যথাসম্ভব সহজ ভাষায় অনুবাদ করা হয়েছে, কিশোর বয়সের পাঠক থেকে শুরু করে সবাই স্বচ্ছন্দে পড়তে পারবেন। অনেক ফুটনোট যোগ করা হয়েছে যাতে সবকিছু সহজে বোঝা যায়।
মার্ক টোয়েন জন্ম ৩০ নভেম্বর ১৮৩৫, আমেরিকার মিসৌরিতে | আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। বিশ্বব্যাপী মার্ক টোয়েন নামে পরিচিত। ১২ বছর বয়সে বাবা মারা যান। জীবিকা অর্জনের জন্য তাঁকে বেরিয়ে পড়তে হয়। আমেরিকার বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন। বড় হয়েছেন মিসিসিপি নদীর তীরে, এই নদীতে স্টিমবােটের পাইলট ছিলেন। অংশ নেন আমেরিকার গৃহযুদ্ধে। যুদ্ধের পর সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। টম সয়ীর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিহিত হয় ক্ল্যাসিক হিসেবে। এর পরের খণ্ড দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন। মৃত্যু ১৯১০।