একজন চৌকস পুলিশ অফিসার, যিনি মধ্যরাতে স্বপ্নের মাঝে একেবারেই অচেনা একজন ব্যক্তিকে তার বাসায় গিয়ে কোনো কারণ ছাড়াই খুন করেন। এটা একটি দুঃস্বপ্ন ছিলো ভেবে সকালে ঘুম থেকে উঠে তিনি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই তার জুনিয়র অফিসার ফোন করে একটি খুনের খবর দেয়। অকুস্থলে পৌঁছে তিনি যারপরনাই অবাক হয়ে যান। এ যে তার স্বপ্নে দেখা বাড়িটি। যে বাড়িতে তিনি কাল রাতে স্বপ্নে কাউকে খুন করেছিলেন। লাশ দেখে বিস্ময়ের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। এই লোকটিকেই স্বপ্নে খুন করেছিলেন তিনি। ঠিক একইভাবে, যেভাবে বাস্তবে তাকে খুন করা হয়েছে। কিন্তু তিনি লোকটিকে চিনেননা। তাহলে কেন খুন করতে যাবেন লোকটিকে! তিনিই এই লোকটির খুনি নয় তো! আর স্বপ্নে করা খুনই বা বাস্তব কীভাবে হতে পারে! অফিসার এই স্বপ্নের কথা কাউকেই বলেননি; বরং ঘুম থেকে উঠে সোজা এখানে চলে এসেছেন। তাহলে?
শুরু হয় তদন্ত। এর মাঝে খুন হয় আরও দু'জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু অবাক করা বিষয় হলো দু'জন শিক্ষককেই পুলিশ অফিসারটি স্বপ্নে খুন করেন এবং পরদিনই বাস্তবে গিয়ে জানতে পারেন ঠিক সেইভাবেই তাদের খুন হয়। কীভাবে স্বপ্নের খুন বাস্তবে রূপ নিচ্ছে? তদন্তে বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের একবছর আগে আত্মহত্যার ঘটনা সামনে আসে। কেসের সাথে সেই মেয়ের আত্মহত্যারই বা কী সম্পর্ক? পুলিশ অফিসার কীভাবে সমাধান করেছে এমন জটিল কেসের? স্বপ্নের খুনগুলো বাস্তবে রূপ নেওয়ার রহস্যই বা কী?