"জনরা সাহিত্যের জগতে সবচেয়ে পাঠকপ্রিয় ধারাটি যে থ্রিলার— সে ব্যাপারে অনেকেই একমত হবেন। থ্রিলারের পাঠকের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাংলায় থ্রিলার গল্প বলতে বহুদিন পর্যন্ত আমরা বিদেশি থ্রিলারের বঙ্গানুবাদকেই বুঝেছি। কিন্তু সেসব দিন শেষ হতে চলেছে। বাংলাতেও এখন লেখা হচ্ছে চমৎকার সব থ্রিলার। তার একটি দৃষ্টান্ত এই নির্বাচিত থ্রিলার গল্প সংকলন। তরুণদের মধ্যে থ্রিলার লেখা নিয়ে আগ্রহের যে জোয়ার আমরা দেখেছি, তাতে বাংলা ভাষায় থ্রিলারের ভবিষ্যৎ নিয়ে আমরা আশান্বিত। আশা করাই যায় যে, এ সংকলনের লেখকদের মধ্য থেকেই কেউ কেউ আগামী দিনে বাংলা থ্রিলার সাহিত্যকে সমৃদ্ধ করবেন। কতই না বিচিত্র এ সংকলনের তেরোটি থ্রিলারের বিষয়বস্তু! সিরিয়াল কিলার, গোয়েন্দা পুলিশ, হত্যারহস্য থেকে শুরু করে এসব গল্পের বিষয়বস্তুর মধ্যে ম্যাজিক এবং ভ্যাম্পায়ারও রয়েছে। বেশ কিছু গল্পেই টানটান উত্তেজনা ও রুদ্ধশ্বাস পরিস্থিতির ভেতরেও লতিয়ে উঠেছে প্রেমের গল্প, ফুটে উঠেছে মানবিক আবেগ ও সমাজচেতনা। অথচ এসব উপাদান থ্রিলার গল্পের মেজাজটাকে এতটুকু ক্ষতিগ্রস্ত করেনি। এ সংকলনের প্রতিটি গল্প ভিন্ন স্বাদের। প্রতিটি গল্পই পাঠকের মনে দাগ কাটবে। পাঠক হয়তো সে গল্পে ডুবে গিয়ে নিজের মধ্যে এক থ্রিলার লেখককে আবিষ্কার করবেন।"