ধর্ম হলো ব্যক্তির বিশ^াস। এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। ধর্ম শব্দের অর্থ মূল্যবোধ। বিজ্ঞানমনষ্ক মানুষও ধর্মকে জানেন। নিজস্ব ধর্ম দিয়ে তাদের চেনা যায়। ধর্ম নিয়ে নানা মুনীর নানা মত থাকলেও মানুষ কিন্তু আজ একটা জায়গায় এসে স্থির হয়েছে আর সেটা হলো একেশ^রবাদ। তদুপরি পৃথিবীতে আদি হতে বর্তমান অবধি হাজার হাজার ধর্মের আবির্ভাব হলেও মানুষ আজ নিজস্ব বিশ্বাস নিয়ে যথেষ্ট শান্ত। ব্যক্তি জীবনে ধারণকৃত ভালো বৈশিষ্ট্যগুলোই হলো ব্যক্তির ধর্ম, বিশ্বাস, পারিপাশির্^ক শিক্ষা, কৃষ্টি-আচার ব্যবহার ইত্যাদি। মানুষের ধর্ম বিবেচিত হয় সাধারণত দশটা গুণ এর মাধ্যমে। এই দশটা গুণের উপস্থিতি তাদেরকে মানুষ হিসেবে প্রমাণ করে। এর কোনো একটা অংশ কম হলে সে ভালো ধার্মীক বলে বিবেচিত হয় না। আলোচ্য গ্রন্থে লেখক শামসুল আলম জুয়েল ধর্ম কী, এর ইতিহাস ও বর্তমান অবস্থান নিয়ে খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি ধর্মের সারবত্তা আলোচনা করতে গিয়ে চারজন প্রধান নবী ও রাসুলের জীবনী তথা হযরত ইব্রাহিম (আঃ), হযরত মূসা (আঃ), হযরত ঈসা (আঃ) এবং শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন বৃত্তান্ত ও ধর্ম প্রচার নিয়ে আলোচনা করেছেন। আশা করি লেখক, প্রাবন্ধিক, কবি ও গবেষক শামসুল আলম জুয়েল এর সহজ, সরল ভাষায় রচিত ‘ধর্মের ইতিবৃত্ত’ নামক গ্রন্থের লেখা আপনাদের সকলের ভালো লাগবে।