আমার এই বইটি একটি গবেষণাধর্মী প্রবন্ধ হিসেবে পাঠকরা বিবেচনা করতে পারেন। বইটির বিষয় বস্তুতে মূলত দেশের সমসাময়িক ধর্মীয় গোঁড়ামির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বইটিতে মানুষের মনের গোঁড়ামি কিভাবে ধর্মকে বর্ম হিসাবে ব্যবহার করে তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। তরুণ মহল কিভাবে আমাদের দেশের মাদ্রাসার ছাত্রদের এবং ইংরেজী মাধ্যমে পড়াশোনা করা ভালো পরিবারের ছেলে-মেয়েদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঊীঃৎরসবংরস আর ঋঁহফধসবহঃধষরংস এর পার্থক্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। দেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমান সমাজ আর ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী বিশেষত হিন্দু সম্প্রদায় এর মধ্যকার বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে রাজনৈতিক ফায়দা তথা হিন্দু ভোট পাওয়ার জন্য হিন্দু সম্প্রদায় রাজনীতিবিদদের দ্বারা ব্যবহৃত হয় আর হিন্দু ধর্মে বিশ^াসীরা নিজেদের সহায় সম্পদ ঘটি-মাটি বিক্রি করে দেশান্তরী হয় এর কারণগুলো বইটিতে আলোচিত হয়েছে। আরো একটি বিষয় উল্লেখ্য, আমাদের পার্শ¦বর্তী দেশসমূহে ধর্মীয় আগ্রাসন হলে তার কী প্রভাব আমাদের দেশের হিন্দু-মুসলমানদের সম্পর্কের উপর পড়ে সে বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।