ঈদ ও কুরবানীর মাসায়েল এবং মুক্বীম অবস্থায় শরীক কুরবানী বিষয়ে সমাধান ══════••══════ দুই ঈদ ও ঈদের ছালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সকল মুসলিম ব্যক্তির নিকট সঠিক জ্ঞান থাকা উচিত। অনুরূপভাবে কুরবানী ও একটি গুরুত্বপূর্ণ ইবাদত; যা আমাদের ধর্মীয় পিতা ইবরাহীম (আ:) ও আমাদের নবী মুহাম্মাদ ﷺ এর সুন্নাত। এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখা সকলের পবিত্র দায়িত্ব। অথচ এ দুই বিষয়ের উপর বাংলায় সম্পূর্ণ বিশুদ্ধ ও ছহীহ হাদীছ নির্ভর মাসআলা মাসায়েল সমৃদ্ধ গ্রন্থ খুব একটা দৃষ্টিগোচর হয়না। অত্র গ্রন্থটি সেই প্রয়োজনীয়তার জায়গাটা পুরণ করবে ইংশাআল্লাহ্। সাম্প্রতি মুক্বীম অবস্থায় শরীক কুরবাণী বিষয়ে সমাজে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই বিতর্কিত বিষয়ে প্রকৃত ও পরিপূর্ণ গবেষণা লব্ধ সমাধান দেয়া হয়েছে এবং ভাসমান ও ত্রুটিপূর্ণ গবেষণা ভিত্তিক ভুল- ফাতওয়ার স্বরূপ উম্মোচন করা হয়েছে অত্র গ্রন্থটিতে। এছাড়াও দুই ঈদের সংশ্লিষ্ট কিছু বিতর্কিত মাসআলার তুলনামূলক স্পষ্ট ও মজবুত দলীলের ভিত্তিতে সমাধান দেয়া হয়েছে। যেমন ঈদাইনের ছলাতের হুকুম বা বিধানের কথা সুন্নাত না ওয়াজিব নিয়ে যে মতভেদ রয়েছে সে বিষয়ে দলীলের ভিত্তিতে সমাধান দেয়া হয়েছে। দুই ঈদের অতিরিক্ত তাকবীর সংখ্যা ১২, ১৩ ও ৬ নিয়ে যে মতবিরোধ রয়েছে তারও ছহীহ ও তুলনামূলক গ্রহণযোগ্য দলীল দ্বারা সমাধান করা হয়েছে। অতিরিক্ত তাকবীরগুলো সুন্নাহ না ওয়াজিব তার দলীল ও যুক্তিভিত্তিক সমাধান এ গ্রন্থে রয়েছে। বিশেষভাবে ১২ ও ৬ তাকবীর নিয়ে হানাফী আহলে হাদীছের মাঝে যে পুরাতন মতভেদ ও বাড়াবাড়ী রয়েছে তার দলীয় ক্ষেত্রে নিরপেক্ষতা ও দলীলের ক্ষেত্রে ভারসাম্যমূলক ছহীহ হাদীছ ভিত্তিক সমাধান দেয়া হয়েছে। গ্রন্থখানার লেখক শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সহোদর ভাই শাইখ আখতারুল আমান বিন আব্দুস সালাম মাদানী।
Title
ঈদ ও কুরবানীর মাসায়েল এবং মুকীম অবস্থায় শরীক কুরবানী বিষয়ে সমাধান