কাহিনি-সংক্ষেপ ‘স্মৃতি এবং একটি লজ্জার সূত্রপাত’ গল্প-সংকলন। বিভিন্ন সময় লেখা হাসানুর রশীদের গল্প থেকে নির্বাচিত ৬টি গল্প নিয়ে এ সংকলনটি প্রকাশিত হলো। এ সংকলনের ‘স্মৃতি এবং একটি লজ্জার সূত্রপাত’ গল্পটি বুদ্ধিজীবী-হত্যা এবং পরবর্তীকালের রাজনীতি-বিষয়ক গল্প। লক্ষ্যণীয় যে, এ শতাব্দির শুরুতে নির্বাচনের মাধ্যমে জোটগতভাবে স্বাধীনতাবিরোধী চক্রের একটি অংশ রাষ্ট্র-ক্ষমতায় আসে। পরবর্তীকালে মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যাকা- নিয়ে সে চক্রের বিষবাষ্পময় উল্লাস বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে লজ্জা ও বেদনা সংযুক্ত করে। যে লজ্জা ও বেদনা এ সংকলনের নাম-গল্প ‘স্মৃতি এবং একটি লজ্জার সূত্রপাত’-এর মূল নারীচরিত্র শহীদ বুদ্ধিজীবীর কন্যা চন্দ্রপ্রভার জীবনে চলমান বেদনাকে গাঢ়তা প্রদান করে। এ গল্পটির নামেই এ সংকলন প্রকাশ পাচ্ছে। একটি পঁচা পুকুরের গল্প ও একটি বিরল পুনঃরূপান্তর অ্যালিগোরি বৈশিষ্ট্যের লেখা। দুটি গল্পই লিটলম্যাগে প্রকাশিত হয়েছিলো। আটলান্টিক এবং শ্বেততিমির ক্ষুধা গল্পটিও প্রকাশিত গল্প। আবু হারিস চৌধুরী, স্মৃতি এবং একটি লজ্জার সূত্রপাত ও একটি অনাহত প্রেম এবং আমি এই গ্রন্থে প্রথম প্রকাশ পাচ্ছে। হাসানুর রশীদ ইতোমধ্যে তার গল্পে জীবনের নানা জটিলতার দিক ফুটিয়ে তুলতে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। সমাজের মানুষগুলোর মনস্তাত্মিক সংকট তুলে ধরার ক্ষেত্রেও তিনি পারঙ্গম। আর তার ভাষার গাঁথুনি অসাধারণ। উপমা, উৎপ্রেক্ষা ব্যবহারেও তার নতুনত্ব রয়েছে। আশা করি গল্পপ্রিয় পাঠকদের নিকট এ সংকলনটি বিশেষভাবে সমাদৃত হবে।