জাগতিক জগতে বিশেষ কোনো কিছু একটা কোন সময় থেকে শুরু হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যায় না। কেননা তার কোনো জন্মক্ষণ/লগ্ন নেই। সেই সূত্র ধরে বলা যায় 'সমাজ' কবে থেকে গড়ে উঠেছে তারও কোনো জন্ম লগ্ন নেই। তবে সমাজ গড়ে ওঠার পর থেকেই সমাজ পরিবর্তনশীল। বিবর্তনের ধারায় সমাজ ব্যবস্থায় এক প্রজন্মের পর আর এক প্রজন্মের পরিবর্তনটা খুবই লক্ষ্যণীয়। উনিশ শতকে বাংলায় নব-জাগরণকে কেন্দ্র করে বাঙালির ঘরে- বাইরে আমূল পরিবর্তনের স্রোতটা সুস্পষ্ট। প্রজন্মের পর প্রজন্ম যতই এসেছে, দেখা গেছে তাতে তিন প্রজন্ম যেমন- ঠাকুরমা (দাদি), মা-মেয়ে তারা এক সঙ্গেই থেকেছে। এই তিন প্রজন্মের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বৈসাদৃশ্য থাকাটা খুবই স্বাভাবিক। তবে সাদৃশ্যও ছিল কিছু কিছু বিষয়ে। এভাবে সাদৃশ্য- বৈসাদৃশ্য রেখেই চলছিল যুগ যুগ ধরে। ধরে। কিন্তু কিন্তু একবিংশ শতকের প্রথম দশকের পরের সময়গুলোতে সামাজিক পরিবর্তনটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এ যেন তুমুল ঝড়ের মধ্যে ওলট-পালট করে দেবার মতো এমনি বৈসাদৃশ্যে ভরা কিছু কিছু জায়গাতে, দ্রুত এগিয়ে যাওয়া প্রযুক্তির কারণেই। কোনো কোনো পরিবারে নাতি-নাতনির কাছে 'ঠাকুরমা' যেন আজব দেশের আজব মানুষের মতো