মুলত: ছোটবেলা থেকেই আমি সাহিত্য-সংস্কৃতির প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম। বিশেষ করে নাটকের প্রতি আমার গভীর আকর্ষন ছিল। তাই মঞ্চে অভিনয় করা, মঞ্চ নাটক লেখা ও পরিচালনার মধ্য দিয়েই আমার সংস্কৃতি জগতে পদার্পন। আমি ছোট বেলা থেকেই বড্ড বেতার প্রেমিক ছিলাম। বিশেষ করে খুলনা বেতারের প্রতি ছিল আমার বেশ অনুরাগ। এক পর্যায়ে আমি খুলনা বেতারের কবিতা পাঠের অনুষ্ঠান ‘অংকুর’ এ কবিতা পাঠাতে থাকি এবং তা নিয়মিত প্রচার হওয়ায় আমি এ অনুষ্ঠানের অনুপ্রেরণায় কবিতায় ঝুকে পড়ি। তারই ধারাবাহিতায় আমার এই ক্ষুদ্র প্রকাশনা। বইয়ের কবিতা গুলো বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রর ‘অংকুর’ অনুষ্ঠান থেকে প্রচারিত। কবিতাগুলো সরল বাংলা ও প্রাঞ্জল ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে সব বয়সের ও সব শ্রেণির পাঠকগণ সহজে পড়তে ও উপলব্দি করতে পারেন। কবিতার গুনগত মান বিচার করার দায়িত্ব পাঠকদের। তবে যে সকল বিষয়বস্ত নিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি তা সময়ের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ ও প্রাসঙ্গিক। প্রত্যেকটা কবিতার মধ্যে একটা আহবান, আকুতি এবং ম্যাসেস দেয়ার চেষ্টা করেছি যাতে কবিতার ভিতর থেকে কিছু না কিছু খুঁজে পাওয়া যায়। মানুষের বিবেককে ধাক্কা দেয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা উদীয়মান, তরুন, শিক্ষার্থী, ছাত্র, যুবক তাদের ভিতরে কবিতা পড়ে যেন একটা ইতিবাচক সাড়া তথা বুদবুদ তৈরী হয়, বিবেক জাগ্রত হয় সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। গ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘নন্দিত পুষ্প’। বইটিতে মহানবী (সঃ), বঙ্গবন্ধু, মা, বাবা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, শহিদ, কবি ইত্যাদি ব্যক্তিদেরকে কেন্দ্র করে অনেক কবিতা লেখা হয়েছে। সেই সব নন্দিত মানুষের প্রতি পরম শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। বিধায় গ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘নন্দিত পুষ্প’। আমার এই ক্ষুদ্র লেখা পড়ে যদি কোন পাঠকের হৃদয়ে এতটুকু রেখাপাত করে, মনকে আন্দোলিত করে বা নাড়া দেয় তাহলে বুঝবো আমার ক্ষুদ্র প্রয়াস ও শ্রম স্বার্থক হয়েছে। আর আমি বেঁচে থাকাকালীন যদি কবিতা পড়ে কোন পাঠক আমার মোবাইল ফোনের মাধ্যমে আমাকে তার প্রতিক্রিয়া জানান তবে আমি ধন্য হবো। আমার এই লেখার ভিতরে অনেক ত্রæটি বিচ্যুতি থাকতে পারে এবং কোন লেখা কারও মনে কষ্টের উদ্রেগ ঘটাতে পারে এ জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কোন পরামর্শ আমার উদ্যোগকে শক্তিশালী ও গতিময় করবে বলে আমি বিশ্বাস করি। পাঠকই হলেন আমার এই প্রকাশনার প্রাণ। তাই পাঠকদের সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ূ কামনা করি।