লেখকের আরয “সহজ ও সহিহ্ নামাজ শিক্ষা” বইটি সম্পন্ন করতে পেরে আল্লাহ্ তা’য়ালার নিকট অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি ‘আল্হামদুলিল্লাহ্’। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ # এর উপর; যার মাধ্যমে আমরা ইসলামের নির্ভেজাল বিধান সমূহ জানতে পেরেছি। বইটিতে আমি “নামাজ/স্বলাত” এবং ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কোরআন ও সহিহ্ হাদিসের আলোকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেকের পরামর্শক্রমে বইটিতে আরবী দোয়ার সাথে তার বাংলা উচ্চারণ দিয়েছি। কিন্তু একথা সকলের মনে রাখা উচিত যে, আরবী শব্দের সঠিক উচ্চারণ বাংলা ভাষাতে কোন ভাবেই সম্ভব নয়। বইটিতে আরবীর বাংলা উচ্চারণে যেখানে ড্যাস (Ñ), ঈকার ( ী), ঊকার ( ূ ) প্রভ‚তি চিহ্ন রয়েছে, সেখানে একটু টান দিয়ে পড়তে হবে। বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠ করলে বুঝতে বেশী সুবিধা হবে। আশা করি এ ছোট্ট বইটি অনুশীলনে আমাদের যথেষ্ট উপকারে আসবে। আরবী শব্দের উচ্চারণ বাংলায় শুদ্ধভাবে লিখা সহজসাধ্য নয় তথাপিও যারা আরবী একেবারেই জানেন না, তাদের পড়ার সুবিধার্থে লেখার চেষ্টা করেছি। যারা আরবী একেবারেই পড়তে পারেন না, তাদের জন্য একটু হলেও সহায়ক হবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, তারা অবশ্যই আরবী দেখে বিজ্ঞ আলেমের তত্বাবধানে কোরআন সহিহ্ করে শিখে নিব এবং সহিহ্ শুদ্ধ করে নামাজ আদায় করব, ইন্শাÑআল্লাহ্্। প্রত্যেক মুসলমানের উচিত ঈমানের সাথে থাকা ও ঈমানের সাথে মৃত্যু কামনা করা। তাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ্ তা’য়ালা যেন আমাকে সহ সকল মুসলমানকে দুনিয়াতে ঈমানের সাথে রাখেন ও তাঁর সন্তুষ্টি অনুয়ায়ী ইবাদত করা অবস্থায় ঈমানের সাথে মৃত্যু দান করেন। মহান আল্লাহ্ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান দান করুনÑআমীন। বইটি পড়ে যদি কোন আল্লাহ্র বান্দা ভুল পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জানালে পরবর্তী সংস্করণে সংশোধনীর চেষ্টা করব।