মূলকথা: শরিয়তের প্রথম উৎস – আল কুরআন। ইসলাম যে শুধুমাত্র একটি ধর্ম তাইই নয়, এটি হলো একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহান আল্লাহ মানবজাতির কল্যানের জন্য নানা ধরনের বিধিনিষেধ ও দিকনির্দেশনা দিয়েছেন। আর শরিয়ত (شَرِيْعَتُ) অর্থ হলো রাস্তা বা পথ অর্থাৎ, এটি হলো এমন পথ বা রাস্তা যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে। ইসলামি দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, ইসলামি জীবনপদ্ধতিকেই শরিয়ত বলা হয়। এক কথায়, শরিয়ত হলো ইসলামি কার্যপদ্ধতি। এর প্রধান উৎস হলো দুটি। যথা: i) আল কুরআন (اَلْڨُرْاٰنُ) এবং ii) সুন্নাহ বা আল হাদিস (اَسُّنَّتِ) পরে কুরআন এবং হাদিসের নির্দেশনা মোতাবেক শরিয়তের আরও দুটি উৎস যুক্ত হয়। এগুলো হলো: i) ইজমা (اَلْاِخْمَاعُ) ii) কিয়াস (اَلْقِيَاسُ) তাই বলা যায়, শরিয়তের উৎস চারটি – ১। আল কুরআন ২। সুন্নাহ বা আল হাদিস ৩। ইজমা এবং ৪। কিয়াস শরিয়তের এই চারটি উৎসের মধ্যে আল কুরআন সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস। এর উপরই শরিয়তের কাঠামো গঠিত। আল কুরআন এর সংক্ষিপ্ত পরিচয় • আল কুরআন সর্বমোট ৩০ টি অংশে বিভক্ত। এর একএকটি অংশকে পারা বলা বলা হয়। অর্থাৎ, আল কুরআন এর পারা সংখ্যা ৩০। • আল কুরআন এর সূরা সংখ্যা ১১৪ টি। • আল কুরআন এর সূরা সমূহকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। যথা: ১। মক্কি সূরা ২। মাদানি সূরা • আল কুরআন এর মোট আয়াত সংখ্যা ৬২৩৬ টি (মতান্তরে ৬৬৬৬ টি)। • আল কুরআন এর মনজিল সংখ্যা ৭ টি। • আল কুরআন এর সর্বপ্রথম নাজিল হওয়া পরিপূর্ণ সূরা হলো 'সূরা ফাতিহা'। • আল কুরআন এর সর্বপ্রথম নাজিলকৃত শব্দ 'ইকরা', এর অর্থ 'পড়ুন'।