বাংলাদেশের স্বপ্নপুরুষ শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার আগেই একটি জনসভায় জাতির পক্ষে এই সংগ্রামী নেতাকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল এই উপমহাদেশের ইতিহাসে এক অসামান্য অধ্যায়। সেই সময়ের ইতিহাসনির্মাতাদের মধ্যে অন্যতম প্রধান চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৭-এ দেশভাগের পরপরই তিনি ভারতের কলকাতা থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ফিরে রাজনীতির মাঠে সক্রিয় হন। মুসলিম লীগের বিপরীতে অসাম্প্রদায়িক চেতনার মন্ত্রে বাঙালিকে উদ্বুদ্ধ করেন। পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’র বিরুদ্ধে সােচ্চার হন শেখ মুজিব। রাষ্ট্রভাষার সেই আন্দোলনে শাসকের নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। তবু তিনি দমে যাননি। বাঙালিকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দেন তিনি। রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার পর শুরু হয়। শাসকগােষ্ঠীর বঞ্চনা থেকে মুক্তির লড়াই। সেই লড়াইয়েও তিনি হয়ে ওঠেন আপসহীন কান্ডারি। রাজনীতির উত্থান-পতন, নানা বাধা-বিপত্তি ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের এক ক্রান্তিলগ্নে তিনি ঘােষণা করেন বাঙালি জাতির মুক্তিসনদ ছয় দফা। এই ছয় দফাকে ঘিরেই সে সময়ের রাজনীতি আবর্তিত হয়। চেপে বসা আইয়ুব-ইয়াহিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে গর্জে ওঠে জনতা। বঙ্গবন্ধু ছিলেন একটি জাতির মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা । ইতিহাসের নানা বাঁক, চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে সময়ের হাত ধরে মহানায়কের আসনে বসেছিলেন শেখ মুজিব। সাত কোটি বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তাঁর মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাঙালি ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ইতিহাসের এক অমর চরিত্র বঙ্গবন্ধু।
জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।