এ কে এম মহসীন জন্ম ২৪ জুন ১৯৫৪ সালে। পিতা: মরহুম আলহাজ্ব আশরাফ উদ্দীন মিয়া। মাতা: মৃত মাহমুদা বেগম। পেশাগত অভিজ্ঞতা : ১৯৭৮ সাল থেকে ফটোগ্রাফি শুরু ১৯৭৯ সালে দৈনিক আজাদে ফটো সাংবাদিক হিসেবে যোগদান। ১৯৮০ সালে থেকে ১৯৯০ পর্যন্ত নিউ নেশানে সিনিয়ার ফটো সাংবাদিক হিসাবে কর্মরত। ১৯৯০ থেকে ২০০৭ পর্যন্ত ডেইলি স্টারে চীফ ফটোগ্রাফার ও ইনচার্জ ফটো সেকশনে দায়িত্ব পালন। ২০০৭ সালে আমাদের সময় এর ফটো এডিটর হিসাবে যোগদান ঐ বছরই দৈনিক ইত্তেফাকে যোগদান। ২০১২ এর অক্টোবরে অনলাইন নিউজ এজেন্সি জাস্ট নিউজে ফটো এডিটর হিসাবে কর্মরত। পেশাগত প্রশিক্ষণ : বেগার্ট ইনস্টিউট থেকে ফটোগ্রাফি ডিপ্লোমা, প্রেস ইনস্টিউট অব বাংলাদেশ আয়োজিত ফটো সাংবাদিকতার উপর বিভিন্ন কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ। এশিয়ান ম্যাস কমিউনিকেশন, ব্রিটিশ কাউন্সিল, ইউসিসের কর্মশালায় অংশগ্রহণ। এছাড়া ব্রিটিশ থমসন ফাউন্ডেশনে স্কলারশিপে এডভ্যান্স ফটো জার্নালিজম ডিপ্লোমা কোর্সে লন্ডন ও কার্ডিফ ইউনিভার্সিটির অধীনে প্রশিক্ষণ এবং লন্ডনের সংবাদ সংস্থা ও পত্রিকায় ইন্টার্নিশীফ করা। আমেরিকার নিউইয়র্কে ও ক্যালিফোর্নিয়া ফটো জার্নালিজমের উপর শর্ট কোর্স করা। পাকিস্তানে সাউন্স এশিয়ান ফটো জার্নালিস্ট সেমিনারে অংশগ্রহণ এবং সাউথ এশিয়ান ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (ঝঅচঅ) গঠনে উদ্যোগ গ্রহণ করা এবং যোগাযোগ রক্ষাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পেশাগত দায়িত্ব : ১৯৭৯ সাল থেকে দেশে সংগঠিত রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও পরিবেশ, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ ঘটনা কভার করা ছাড়াও আন্তর্জাতিক ঘটনা নিউয়র্কে ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন কভার, বিশ্ব শিশু সম্মেলন ইউএসএ, সাফগেইমস ভারতে, এশিয়ান গেইমস কোরিয়া, মিনি ওয়াল্ড কাপ, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দুবাইতে ফটোশেন্স মালয়েশিয়ায় স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্যাপন পেনাং ও কুয়ালালামপুরে। বাংলাদেশের প্রধান মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ভিয়েতনাম সফর করেন ২০০৬ সালে। এছাড়াও পেশাগত কাজে ভারত, নেপাল, চীন, ব্যাংকক, সিঙ্গাপুর, জাপান, শ্রীলঙ্কা, কোরিয়া, লন্ডন, আমেরিকা, মক্কা, দুবাই সফর করেন ২০১২ সালে স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালন করেন। এ ছাড়া তিনি সামাজিক সংগঠন, প্রগতিশীল রাজনীতি, বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালে গণআন্দোলনে কারাবরণ করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে যুদ্ধ অংশ নেন। পেশাগত প্রতিষ্ঠানের সদস্য : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব পারন করেন একাধিক বার। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এর দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে নির্বাহী সদস্য। পেশাগত প্রকাশনায় : জাতীয় ও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় কলাম লেখা প্রকাশ, স্বৈরাচারের নয় বছরের ফটো এ্যালবাম। ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রকাশিত ম্যাগাজিনের সম্পাদনা, সিডার এ্যালবাম। আধুনিক ফটো সাংবাদিকতার কলা কৌশল। প্রদর্শনী : স্বৈরাচার বিরোধী আন্দোলনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে ফটো প্রদর্শনী দর্শনীয় বিনিময়ে। ৮৮ সালে নিউইয়র্কে বন্যার উপর ফটো প্রদর্শনী, আধুনিক মালয়েশিয়ার উপর প্রদর্শনী। সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ গ্রহণ। বাংলাদেশ ফটো জার্নালিস্ট আয়োজিত বিভিন্ন জেলার ফটো সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পি.আই.বি. প্রশিক্ষক। পুরস্কার : জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার ও সংবর্ধনায় ভূষিত হয়েছেন। স্ত্রী নিলু মমতাজ, প্রতিবন্ধী ফাউন্ডেশনের স্কুল ‘কল্যাণী’র সাবেক প্রিন্সিপাল। পুত্র মারুক তাহসীন কৃষিবিদ, কন্যা মারিয়া মহসীনের পেশা সাংবাদিকতা। বৌমা শামসুন্নাহার নীলিমা ও আমাদের নাতনী মুসকান তাহসীনকে নিয়ে সুখী গৃহকোণ।
Title
নির্মোহ এক স্বপ্নযোদ্ধা লে. কর্নেল (অবঃ ) জিয়াউদ্দিনের ( বীর উত্তম ) জীবন কথা