আল মাহমুদ। এক বিস্ময়কর কাব্য প্রতিভায় সৃষ্টি করেছেন ‘লোক লোকান্তর’ ‘কালের কলস’ ‘সোনালি কাবিন’ এর মতো অসাধারণ সব কাব্যগ্রন্থ। ‘পানকৌড়ির রক্ত’ ‘জলবেশ্যা’ ‘কালো নৌকা’র মতো গল্প আর ‘ডাহুকি’ ‘কবি ও কোলাহল’ ‘পুরুষ সুন্দর’ - এর মতো উপন্যাস রচনা করে তিনি বাংলা গদ্য- সাহিত্যকেও দিয়েছেন নতুন মাত্রিকতা। ২০২০ এর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা চলাকালীন মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই অনন্য কবি। আমরা সিদ্ধান্ত নিলাম ‘আল মাহমুদ সংখ্যা’ প্রকাশের। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহতায় জনজীবনে নেমে আসে গভীর শঙ্কা। মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে পড়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সঙ্গত কারণেই স্থবির ও সংকুচিত হয়ে পড়ে শিল্প-সাহিত্যের চর্চা। পরিবর্তিত ও অনিবার্য বাস্তবতায় সারেঙ প্রকাশ তখন সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের খ্যাতিমান কবি, লেখক ও সাহিত্য সমালোচকদের নানামাত্রিক বিশ্লেষণে প্রকাশিত হলো সারেঙ ‘আল মাহমুদ সংখ্যা’। এতে গুণীজন তুলে ধরেছেন আল মাহমুদের কবি ও লেখক প্রতিভাকে। একই সঙ্গে এসেছে তীর্যক সমালোচনাও। আমরা চেয়েছি আলোচনা সমালোচনার মধ্যদিয়ে পাঠকের সামনে উপস্থাপিত হোক প্রকৃত আল মাহমুদ। বর্ধিত কলেবরে সংখ্যা প্রকাশের এটিই সারেঙ এর প্রথম উদ্যোগ। সংখ্যাটি প্রকাশে যারা সহযোগিতা করেছেন, উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বিজ্ঞাপন দিয়ে যারা সারেঙ এর সংখ্যা প্রকাশকে সম্ভব করে তুলেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।