The book narrates the story of the creation of the Universe, life on earth, emergence of modern human and its gradual development of religious ideas and culture. It also attempts to discuss the origin of different religious beliefs that grew since antiquity. It has explained how religions and philosophers have understood the purpose and meaning of life. Since the emergence of a thinking man i.e., Homo sapiens, they have been continuously showing their concern about lives here and here-after death. The ancient Romans, Greeks, and Mesopotamians, Egyptians, Chinese’ and Indians and adherents of old and new religions believed that after the spirit leaves the body, it moves on to another level of existence. All humans irrespective of their religious backg- round find themselves face to face with death as the single greatest mystery of their existence. Religion speaks of ethics and morals to be followed and it has never said anything against pursuing the quality life. There is no conflict between happiness earned through honest living in here and the one for the after-life. To attain eternal bliss, all credits through good deeds must be earned during one’s temporal life in this world.
সৈয়দ সাজেদুল করিম ১ মে ১৯৪৬ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশান এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৩ তে ভূগোল স্নাতক সম্মানে ভর্তি হন। একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে তিনি সরকারি ক্যাডার পদে যোগদেন। স্বাধীনোত্তর বাংলাদেশে পূনঃ নিযুক্তির পর চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি নিউইয়র্ক সিটি, আদ্দিস আবাবা এবং ক্যামেরুনের ইউয়ান্ডেতে জাতি সংঘের ইউএনডিপি, ইউএনইসিএ, ইউএন চীলড্রেন্স ফান্ড এবং ইউএনএইচসিআর সংস্থাসমূহে চার দফায় স্বল্পকালীন এবং সিসিলিজে দুই বছরের অধিককাল প্রেষনে কাজ করেন। এছাড়া তিনি পল্লি বিদ্যুতায়ন বোর্ডে তিন বছর সদস্য অর্থ এবং পেট্রোবাংলায় সাড়ে পাঁচ বছর পরিচালক অর্থ ছিলেন। পরে পেট্রোবাংলায় চেয়ারম্যান হিসেবেও তিনি বছর দুয়েক দক্ষতার সাথে দায়িত্ব নির্বাহ করেন। তার মূল বিভাগ অডিট এণ্ড একাউন্টসেও তিনি মেধার চাপ রেখেছেন। সর্বশেষ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে সরকারি পদ হতে মে ২০০৪ অবসর নিলেও তিনি অর্থ মন্ত্রণালয়, জন-প্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগে সরকারের বৈদেশিক কারিগরি সহায়তা প্রকল্পসমূহে দীর্ঘ বারো বছর জাতীয় পরামর্শকের সেবা প্রদান করেছেন। চাকরি জীবনে তিনি অকোতভয়ে কাজের চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্যের সাথে তা সম্পন্ন করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মজীবনের অভিজ্ঞতালব্ধ, এবং ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ জাতীয় পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ইপিসোড ও বিদেশে অসংখ্যবার ভ্রমণের কিছু উল্লেখযোগ্য কাহিনী এখানে প্রকাশিত হয়েছে।