নিঝুম রাত আলো নেই শুধু আঁধার টিপ টিপ বৃষ্টি, হেঁটে চলিতেছিলাম সঙ্গীহীন বেখেয়ালী পা ফসকে পড়ে সর্প গর্তে, ধ্বংসীল সাপে অজানা পাপে। চলিতেছিলাম উদাস মনে কেউ পিছু ডাকলো হঠাৎ পৌঁছেনি কানে, বৃষ্টি ঝড়ছিল তাই যখন শুনতে পাই পিছন তাকাই দেখি কেউ নেই কোথাও। মরু পাহাড় সাগর শহর মেঠো পথ রাজ পথ থেকে রাজ পথ কোথায় খুঁজিনি আমি? আর ফিরে পাব না জানা ছিল না, এই অজানা পাপেই আমি পাপী। এতদিন ছিলে স্বপ্নে তুমি আজ ধরা দিলে নব জীবনে, তুমি এলে আজ হলাম প্রিয় এতদিন ছিলে কোনখানে! শুধু রমণী ছিলে ধরণীতে মম মনে কলিকা ফোঁটাতে আজ এই মধুলগনে। লালবেনা শাড়ি, কপালে টিপ চেয়ে আছো কোনপানে? শাড়ির আঁচল উড়িয়ে পবনে! আজ বধূ বসে একা কুসুমিত মম মন - অন্তরগৃহ সুরভিত কমল লপন আর লাবণ্য নয়ন দেখে আমি হারিয়েছি তব ভিতর মন। আজ ঐ কপোতী কণ্ঠে যখন - একটু দাও মৃদুহাসি, গতকালও ছিলে শুধু কল্পনায় আজ হলে আপন প্রিয়াসী। আজ মনে হয় শূন্য ছিলো গৃহ ভরে যায় তব আসায়, প্রথম কিছু চাওয়া আমায় থেকে সেটাও আঁখির ইশারায়। এমনের দীপ নিয়ে যাও চোখে মম গৃহ জলে তব রূপের আলোকে তুমি আছো বসে কোন মহনায়? আমি তাকিয়ে ছিলাম তথায় অপলকে। আসরের সাজে সাজ নব বাসর গাদা ফুলের পাপড়িতে রাঙা আবরণ কখন যে ঘুমে বুকে বধূর! বিবাহের নামে বাধা দু জীবন। স্বপ্নের গৃহে, তোমায় নিয়ে অজানায় করি বিচরণ। তোমার কোমলতা, তোমার ভালবাসা সব মিলে এই আয়োজন!