"স্টক এক্সচেঞ্জ ও শেয়ার বাজারের বিনিয়োগ" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: শেয়ারবাজার বর্তমান সময়ের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। শিক্ষিত-অশিক্ষিত, বেকার যুব সম্প্রদায়, পেশাজীবী মানুষ প্রত্যেকের কাছে শেয়ার ব্যবসা অন্যতম আয়ের উৎস হিসেবে পরিগণিত হয়েছে। আগের মতাে পড়ালেখা শেষে এখন আর কেউ বসে থাকে না, যেভাবে হােক কিছু টাকা শেয়ারবাজারে। খাটিয়ে আয়ের চেষ্টা আজ সবার মাঝে বিরাজ করছে। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক দিক। তাই বলা যায়, বেকারত্ব দূরীকরণে স্টক এক্সচেঞ্জ একটা বড় ভূমিকা পালন করছে। কিন্তু এর ভেতর অনেকেই না জেনে, না । বুঝে অংশগ্রহণ করে থাকে, ফলে অনেককেই হতাশায় | ডুবে থাকতে দেখা যায়। এটি মােটেই কাম্য নয়।। হ্যা, যারা না জেনে, না বুঝে শেয়ার ব্যবসায় জড়িয়ে। পড়েন তাদের জন্যই ‘স্টক এক্সচেঞ্জ ও শেয়ারবাজারে বিনিয়ােগ’ বইটি সাজানাে হয়েছে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে কিভাবে একজন বিনিয়ােগকারী শেয়ারবাজারে প্রবেশ করবেন, কোন কোন শেয়ার কেনা উচিত। কিভাবে সফল হতে হবে, কিভাবে ঝুঁকি থেকে দূরে। থাকতে হবে, পাের্টফোলিও ব্যবস্থাপনা কিভাবে তৈরি করতে হবে, কোন কোন শেয়ারে বিনিয়ােগ লাভজনক। ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয়। যা একজন। বিনিয়ােগকারীকে শেয়ারবাজারে সফল হতে। দিকনির্দেশনা প্রদান করবে। তৌহিদ আহমেদ অত্যন্ত সচেতনভাবে শেয়ারবাজারের। নানা বিষয় বইটিতে সন্নিবেশিত করেছেন। আশা করা। যায় এ বই পাঠে নতুন ও পুরনাে বিনিয়ােগকারীরা। তাদের ভুল শুধরে নিতে পারবেন এবং সঠিক পথে এগােতে পারবেন ।