সাহিত্য নিয়ে আমি ভাবি।এরমাঝে,কবিতা আমার আরাধ্য বিষয়।কবিতার বিশ্বমাঠে আমি বিচরণ করতে ভালোবাসি। এই যে বিচরণ,তা থেকে অনেক পুষ্প,অনেক পাতা আমি ঘরে তুলি। সেগুলো বার বার ফিরে দেখি। এই যে চয়নপর্ব- তা থেকে আকর নিয়ে আমি লিখি আমার মতো করে। বিভিন্ন ভাষার সাহিত্য,কবিতার মাঝে আমি বাঙালি কবিদের প্রাধান্য এজন্যে দিই- কারণ আমিও এই ভাষারই একজন লেখক।এই গ্রন্থে তেমনই কিছু প্রিয় লেখক,তাঁদের লেখা, শিল্প-সংস্কৃতি-কবিতার বিভিন্ন জ্যোতিরেখা নিয়ে আমি লিখেছি। ‘যতিকল্পের প্রতিপৃষ্ঠা’-নামটি এক আধ্যাত্মিক আদেশে পাওয়া। কারণ এই বইয়ের নাম আমি চার বার বদলিয়েছি মনে মনে। যা সাধারণত আমি করি না। আমার বইয়ের নাম এক ভাবনায়ই ঠিক হয়ে যায়। এই বইটির নাম,একটি ঝলকের মাধ্যমে একটি শক্তি আমাকে পৌঁছে দিয়েছে। সে এক মহান অভিজ্ঞতা। এর বেশি এখানে শেয়ার করা সঙ্গত হবে না। বইয়ে ৩৩টি প্রবন্ধ আছে। পাঠকসমাজ, পড়ে নিজের মত মিলিয়ে দেখতে পারেন। এই বইটি খুব যত্নের সাথে প্রকাশ করেছে- অনুপ্রাণন প্রকাশন,ঢাকা। এর স্বত্বাধিকারী শ্রদ্ধেয় আবু এম ইউসুফ ও তাঁর টিমের কাছে বিনীত কৃতজ্ঞতা। সাহিত্য মানুষকে ভাবায়। আর সেই ভাবনার উদ্রেক করতে যারা কাজ করেন তারা সত্যিই মহান। আমাদের সকলের মহানুভবতা,সাহিত্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসুক। সুপ্রিয় পাঠক-পাঠিকা, এই গ্রন্থ থেকে অন্তত কিছু লেখা আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা । অনেক প্রীতি সবাইকে। ফকির ইলিয়াস ২৮ ডিসেম্বর ২০২১ নিউইয়র্ক
ফকির ইলিয়াস মূলত কবি প্রাবন্ধিক, গল্পকার, গ্রন্থসমালােচক। সাংবাদিক হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি- লালন ও চর্চায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এযাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আঠারােটি। উল্লেখযােগ্য কাব্যগ্রন্থঅবরুদ্ধ বসন্তের কোরাস, বৃত্তের ব্যবচ্ছেদ, গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ, ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম, গহীত গ্রাফগদ্য, অনির্বাচিত কবিতা, প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা। এছাড়াও-‘শহীদ কাদরীর দরবারের দ্যুতি(প্রবন্ধ সংকলন), সাহিত্যের শিল্পঋণ(প্রবন্ধ সংকলন), কবিতার বিভাসূত্র (প্রবন্ধ সংকলন), চৈতন্যের চাষকথা (গল্প সংকলন), অনন্ত আত্মার গান' (গীতি সংকলন)এর জন্য তিনি নন্দিত হয়েছেন পাঠক মহলে। সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর প্রবন্ধগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার এবং মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস মেঘাহত চন্দ্রের প্রকার- গ্রন্থ দুটিতে তিনি দক্ষতার সাথে বর্ণনা করেছেন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের চাওয়া-পাওয়া।। তাঁর লেখা নিয়মিত ছাপা হচ্ছে ঢাকা, কলকাতা, লন্ডন, নিউইয়র্ক, কানাডা, সুইডেন, ইতালী, অষ্ট্রেলিয়া, জাপান। সহ দেশে-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, ম্যাগাজিন, সাহিত্যপত্রে। ওয়েব, ব্লগ, ই-নিউজ গ্রুপেও তিনি লিখছেন নিয়মিত । সাহিত্য কর্মের জন্য তিনি ফোবানা সাহিত্য পুরস্কার, ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরষ্কার, কবিতাস্বজন প্রীতি সম্মাননা, মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক-পেয়েছেন। তিনি ‘দ্য একাডেমী অব আমেরিকান পােয়েটস, দ্য অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস, আমেরিকান ইমেজ প্রেস, - এর সদস্য। সহধর্মিনী কবি ফারহানা ইলিয়াস তুলি ও দুকন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াসকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউইয়র্কে।