MASTERING SHORT CASE কেমন হয় যদি ফাইনাল প্রফের সব সাবজেক্টের EXAMINATION গুলো পাওয়া যায় একটা বইতেই? যদি বাংলাতে লিখে দেওয়া থাকে রোগীকে কী ডিরেকশন দিতে হবে? যদি লিখে দেওয়া থাকে প্রত্যেকটি কেইস কী করে প্রেজেন্ট করতে হবে? ** পোস্ট গ্রাজুয়েশনের ভয়ানক কঠিন সব কিছু বাদ দিয়ে, কেমন হয় যদি MBBS লেভেল কে টার্গেট করেই একটা বই বের করা হয়? স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে কি? হ্যাঁ, আমার কাছেও এমন বিষয়টা স্বপ্নই ছিল যখন আমি ফাইনাল প্রফ পরীক্ষার প্রিপারেশন নেই । একদিকে আবদুল্লাহ স্যার, অন্যদিকে মাখনলাল বই ঘেঁটে যখন গলদঘর্ম হচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল সহজ করে কি কোনো বই লেখা নেই! *আর গাইনির Examination এর বই! সে তো কোথাও খুঁজে পাইনি। ঠিক এরকম স্বপ্নবাজ কিছু মানুষের প্রয়োজনীয়তাবোধ থেকেই Axis নিয়ে আসতে চলছে "MASTERING SHORT CASE WITH AXIS" বইটি।
বইটিতে থাকছে ✓ মেডিসিন ,সার্জারি, গাইনীর ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলোর আলোচনা। ✓ প্রতিটি এক্সামিনেশন এর পাশে QR qode এর মাধ্যমে এক্সামিনেশন গুলোর ভিডিও লিংক দেওয়া থাকবে ✓ বাংলায় সহজবোধ্য ডিরেকশন ✓ স্যাররা কোন কাজকে পছন্দ ,অপছন্দ করেন সেগুলোর স্পেসিফিক নির্দেশনা ✓ প্রতিটি কেইসের আলাদা প্রেজেন্টেশন ✓ প্রতিটি কেইস ভিত্তিক আলাদা আলাদা ছবি ✓ কেইস ভিত্তিক গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর আল্লাহ সহজ করলে আশা রাখছি সবার হাতে পৌঁছে যাবে ইনশা আল্লাহ। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন । বইটি চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারেন