আলহামদুলিল্লাহ, সকলের চাহিদার উপর ভিত্তি করে, অনেক প্রতিক্ষার পর প্রকাশিত হলো “Stack IT Job Solution, A Pattern Based IT Job Solution “ বইটি । বর্তমানে চাকরির পরীক্ষায়গুলোর প্রশ্ন একটু এডভান্স লেভেল থেকে করা হয় এবং প্রতিযোগিতাও আগের চাইতে বেড়েছে। তাই গাতানুগতিক বইগুলো পড়ে পরীক্ষা দিতে গেলে মনে হবে পরীক্ষা কেন দিতে আসলেন, কিছুই কমন পড়বে না। আবার গতানুগতিক ধারায় রচিত বইগুলোতে ভিবিন্ন প্যার্টানে যে যে বিষয় থেকে প্রশ্ন করা হয় সেগুলো থাকে না, যেমন বুয়েট প্যার্টানে ইউএমএল ক্লাস এন্ড ইউজ কেজ ডায়াগ্রাম, লিনাক্স। টেলিকম পরীক্ষা যেমন বিটিসিএল, বিটিআরসি, টেলিটক ইত্যাদির ক্ষেত্রে টেলিকম সেক্টর, কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন , ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইত্যাদি এবং ইলেক্ট্রিক্যালের সাথে কম্বাইন্ড পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রনিক্স, এসি ও ডিসি মেশিন । এই বই গুলোতো কমন কিছু বিষয় ছাড়া খুব বেশি কিছু নেই, যার ফলে আপনাকে প্রতিটি পরীক্ষা সময় চিন্তা করা লাগে কি কি বিষয় পড়তে হবে সেটি কোন বইতে পাবেন। ✅ এই চিন্তা যাতে আর না করতে হয় সে কথা মাথায় রেখে এই বইটি রচনা করা হয়েছে। এই বই এর প্রথম দিকে প্যার্টান অনুসারে সিলেবাস ভাগ করা আছে, যা দেখে আপনি বুঝতে পারবেন নেস্কো এর জন্য কি পড়বেন, বিআরইবি এর জন্য কি পড়বেন বা বাংলাদেশ ব্যাংক এর জন্য কি পড়বেন। এবং এই বইতে যেকোন প্যার্টানে চাকরি প্রস্তুতির জন্য সকল বিষয় সংযোজন করা হয়েছে, যার ফলে আপনাকে অন্য কোন বই এর কথা চিন্তা করতে হবে না, এই একটি বই ই যথেষ্ট। ✅ এই বইটিতে প্যার্টানের সাথে সাথে টপিক্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে যেমন- প্রতিটি টপিক্স এর পর ৩ সেট প্রশ্ন সংযোজন করা হয়েছে, যা অনুশীলন করলে উক্ত টপিক্সে আপনার কোন সমস্যা থাকবে না এবং ঐ প্রশ্নগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। ✅ এছাড়াও আপনারা যাতে আরও বেশি পরিমানে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে পারেন সেই জন্য প্রোগ্রামিং ইন সি, জাভা প্রোগ্রামিং, ডাটাবেজ কুয়েরি, ডাটা স্ট্রাকচার, নেটওয়ার্কিং ইত্যাদি বিষয় এর উপর অতিরিক্ত কিছু ওয়ার্কবুক দেওয়া হয়ছে সমাধানসহ, যা অনুশলন করলে উক্ত বিষয় গুলোতে আপনার ধারনা আরও শাণিত হবে , সেই সাথে কমন পাওয়ার সম্ভাবন তো থাকছেই। ✅ বইটির কিছু বৈশিষ্টঃ ১. বুয়েট, কুয়েট, রুয়েট, টেলিকম, ব্যাংক ইত্যাদি যেকোন প্যার্টানের জন্য বইটি প্রযোজ্য, এই একটি বই হাতে থাকলে অন্য কোন বই এর প্রয়োজন নেই। ২. বই নয়, বরং প্রত্যেকটি টপিক্স এর পর ৩ টি প্রশ্ন সেট দেওয়া আছে, যা পরীক্ষা প্রস্তুতি ও বিষয়টি পড়ে আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেটি যাচাই করার জন্য যথেষ্ট। ৩. যেসকল বিষয় সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন যেমনঃ প্রোগ্রামিং, ডাটাবেজ, নেটওয়ার্কিং সহ ইত্যাদি বিষয়ে অনুশীলনের জন্য ওয়ার্কবুক নামে কিছু প্রশ্ন ও উত্তর সংবলিত বই সংযুক্ত করা হয়েছে, যা আপনার প্রস্তুতিকে আরও শানিত করবে। ৪. বই এর শুরুতে পরীক্ষা প্যার্টান সংযুক্ত করে দেওয়া হয়েছে, যা দেখে আপনি বলতে পারবেন কোন পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ৫. প্রতিষ্ঠান অনুসারে বই এর শেষের দিকে পূর্বে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে। ৬. জাভা ও প্রোগামিং সি এর আউটপুট প্রোগ্রামগুলোর সাথে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, প্রোগামগুলো বুঝতে আপনাকে সহযোগিতা করবে। ৭. বইটিতে ৭ সেট আরইবি,৭ সেট বিটিআরসি, ২ ২ সেট নেস্কো এর জন্য, বুয়েট প্যার্টান ৩০ সেট(পিজিসিবি, বিউবি) , ১০ সেট পিএসসি, ৭ সেট বালাদেশ ব্যাংকের প্রশ্নসহ অন্যান্য প্রশ্ন সংযোজন করা হয়েছে। ৮. বইটি যারা ক্রয় করবেন তারা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে ডেমো মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। ৯. পূর্বের যেকোন পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে, বিভিন্ন টপিক্স এর উপর পার্থক্য আসে , যা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন । বিভিন্ন বিষয়ের উপর পার্থক্যগুলো পড়লে উক্ত বিষয়ের উপর স্বচ্ছ ধারনা পাওয়া যায়। তাই এই বইতে টেক ডিপারেন্স নামে আলাদা একটি অধ্যায় করা হয়েছে। Stack IT Job Solution, A Pattern Based IT Job Solution (যেকোনো আইটি পদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য।)
"প্রকৌঃ মোঃ জামাল উদ্দিন পেশায় একজন লেখক, আইটি এক্সপার্ট ও সরকারি চাকুরীজীবী। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছেন । তার শিক্ষাজীবন শুরু হয় পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করার মাধ্যেমে। ছাত্র জীবনে তিনি সেক্রেটারি- ডুয়েট কম্পিউটার সোসাইটি, পরিচালক- অরবিট ডুয়েট ভর্তি কোচিং সহ ইত্যাদি বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন। এছাড়াও তিনি স্ট্যাক আইটি , লার্নিং পয়েন্ট কোচিং সেন্টারসহ বিভিন্ন সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। শিক্ষা জীবন শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি), উপ সহকারী পরিচালক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এর ১ বছর পরেই তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, সহকারী প্রোগ্রামার পদে যোগদান করেন। প্রোগ্রামিং, লিখালিখি, ক্রিকেট খেলা তার শখ ।শখ এবং আগ্রহের বস্তুকে এক বিন্দুতে মিলিয়ে প্রকৌঃ মোঃ জামাল উদ্দিন লিখে ফেলেছেন বেশ কয়েকটি বই। জব প্রত্যাশিদের জন্য তার প্রকাশিত দুইটি বই হলঃ Stack IT Job Solution এবং Stack IT BPSC Special। আইটি জব প্রত্যশিদের জন্য তিনি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল, ছবি ও বিভিন্ন বিষয়ে লিখালিখি করে থাকেন। Stack IT Job Solution YouTube channel এবং ফেসবুক গ্রুপের মাধ্যেমে তিনি এই সেবাগুলো বিনামূল্যে দিয়ে থাকেন। লেখকের সাথে যোগাযোগঃ [email protected] , Whatsapp: 01789741518 "