দুঃখজনক হলেও সত্য প্রতিবছরই ঢাকা ইউনিভার্সিটির রিটেনে কাঙ্ক্ষিত নম্বর না পেয়ে অনেক শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়। আর এ বিষয়টি মাথায় রেখেই টিম ডিসপারসিভ এনার্জি নিয়ে এসেছে হ্যান্ডনোট আকারে লিখিত প্রস্তুতির হট কেক 'রিটেন এনার্জি বুকbr ঢাকা বিশ্ববিদ্যালয় ’ক’ ইউনিট' ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র দু’মাস। অনেকের প্রস্তুতিও অনেকাংশে সম্পন্ন। যদিওবা রিটেন নিয়ে এখনো অনেকেই ভীত। শেষের দিকটার এ সময়টুকু ঠিকভাবে কাজে লাগাতে পারলেই হয়ত হয়ে যাওয়া যাবে একজন গর্বিত ঢাবিয়ান। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই, শেষ সময়ের 'ক ইউনিট' লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য 'রিটেন এনার্জি বুক'। বইটিতে যা যা থাকছে- বইটির বৈশিষ্ট্য *পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, ইংরেজি ও বাংলা *বাছাইকৃত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রশ্নোত্তর সংবলিত *হাতে ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান *উপভোগ্য ও অনুধাবনযোগ্য গাণিতিক বিশ্লেষণ *বাহুল্য বর্জিত গতিময় সংকলন *বিগত বছরের প্রশ্ন সমূহের সহজতর সমাধান *MIST, BUTEX ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়ও বইটি সহায়ক হবে! বইটির পেজ সংখ্যা: ২২০ বইটি নেয়ার পূর্বে প্রিভিউ ভার্সনটি দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং দেখলেই বুঝতে পারা যাবে বইটি বাজারের অন্যসব লিখিত প্রস্তুতি সহায়ক বইয়ের তুলনায় অনেকটা ব্যতিক্রমধর্মী। সবার জন্য রইলো Dispersive Energy টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। দেখা হবে স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে, ইনশা আল্লাহ।