মুক্তিযুদ্ধকালীন নাজিম উদ্দিন ওরফে নিজাম কমান্ডারের নাম শোনেনি এমন লোক খুব কমই ছিল। মুক্তিযুদ্ধ বিরোধীদের আতঙ্ক ছিলেন তিনি। তাই দেশ স্বাধীন হওয়ার পরপরই মুক্তিযুদ্ধ বিরোধীরা উনার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর মুক্তিযোদ্ধাদের জীবনে চলে আসে কালো অধ্যায়। নিজাম কমান্ডারও রেহাই পাননি। ওনার নামে আশপাশের থানায় একাধিক ষড়যন্ত্রমূলক মামলা হয়। গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ভেবেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর সুখে-শান্তিতে জীবন কাটাবেন। বরং হয়েছে উল্টো! বঙ্গবন্ধু হত্যাকা-ের মধ্যদিয়ে যেন স্বাধীনতা বিরোধীদেরই জয়জয়কার! বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই যেন দেশের স্বাধীনতার সূর্যকে চিরতরে ডুবিয়ে দেয়া হয়েছে। কোনোরকম জেল থেকে মুক্তি পেয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। এই বইটি ভোলাগঞ্জ তথা ছাতকের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক দলিল হিসেবে ভূমিকা পালন করবে। নাজিম কমান্ডারের জীবনযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ঘটনা সম্বলিত ‘আমার মুক্তিযুদ্ধ ও ভোলাগঞ্জ সাব-সেক্টরের ইতিহাস’ বইটি পাঠক পড়ে অনুধাবন করতে পারবেন বাস্তবতা, আবেগ এবং সত্যিকারের দেশপ্রেম কতটা চ্যালেঞ্জের বিষয়! এই বইয়ের শেষে সিলেট বিভাগের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম, কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে যা শিক্ষার্থীদের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।