অবহেলা এক ভয়ানক ব্যাধি ‘অবহেলা’ এক ভয়ানক কঠিন শব্দের নাম। যার মাহাত্ম্য কলিজার গোড়া অবধি গিয়ে লাগে। অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যতেœর অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা। পরিবার থেকে শুরু করে সমাজ, বন্ধু মহল, শিক্ষাঙ্গন, প্রেম ভালোবাসার উঠোন, সংগঠন, কর্মসংস্থান সর্বোপরি রাষ্ট্র সব জায়গাতেই কিছু অতি অসাধারণ মানুষকে প্রতিনিয়ত এই বৈষম্যের শিকার হতে হয়। কেউ একবারও ভাবেনা এই অবহেলার কারণে মানুষ কতটা হিং¯্র হতে পারে তেমনি আবার নিজেকে গুটিয়ে নিতেও পারে। না বলা কথা, অব্যক্ত অনুভূতি আর প্রতি পদে পদে অবহেলিত মানুষটি কতটা নিঃস্ব হতে পারে, কেবল সেই মানুষটা আর একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। যারা অনায়াসে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্য অতি অসাধারণ মানুষগুলোকে অবহেলা করে তারা একবারও ভাবে না এই অবহেলা ঐ মানুষটাকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। অবহেলা এক ভয়ানক ব্যাধির নাম যে ব্যধি একটি জীবন, একটি পরিবার এবং সর্বোপরি গোটা সমাজকে কলুষিত করতে পারে। এই অবহেলা নামক ব্যধি একটি জীবনকে ডিপ্রেশনে পতিত করে ধীরে ধীরে মৃত্যুর দোরগোড়ায় পর্যন্ত অনায়াসে এগিয়ে নিয়ে যায়। সময়ের প্রতি অবহেলা, কর্মেরপ্রতি অবহেলা, বাবা-মায়ের অবহেলা, অফিসে বসের অবহেলা, সংসারে কর্তাদের অবহেলা, বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা, গরিবের প্রতি বিত্তবানদের অবহেলা, প্রেমিক-প্রেমিকার অবহেলা, সর্বশেষ দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলা। এই ধরনের সবকিছু হলো মানবিক বিপর্যয়ের সামিল এবং জাতীয় অবক্ষয়। এই চার বর্ণের শব্দের মিলনে অবহেলা নামক তীর্যক তীরটি যার বুকে গিয়ে লাগে সেই একমাত্র বুঝতে পারে এর মাহাত্ম্য কতখানি। স্বার্থান্বেষী মহল ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছে অ