আমি তোমার প্রেমিক হবো যদি এই অগুছালো বন্য আমিকে মানতে পার। যদি ধুম্রপানের পানশালা সাজিয়ে দিতে পার। যদি ফেরার অপেক্ষায় সারা ক্ষন পথ চেয়ে থাকতে পার। তবেই আমি তোমার প্রেমিক হবো।। আমি তোমার প্রেমিক হবো, যদি দু পয়সায় কেনা একগোছা কাঁচের চুড়ি অথবা দুগাছি লাল ফিতেয় খুসি হতে পার যদি তোমার চাওয়াটা আমার সাধ্যের মধ্য থাকে আমার এই ছোট্ট মাইনেতে মানিয়ে নিতে পার। তবেই আমি তোমার প্রেমিক হবো। আমি তোমার প্রেমিক হবো যদি বায়না ধরো আমার রং বেরং এর আলো চাই যদি এক মুঠো জোনাকির বিনিময়ে খুসি হতে পার। যদি রিক্সায় কিবা লোকাল বাসে হাতটি ধরে, বিনম্র ভালবাসায় আমার কাঁধে মাথা রাখতে পার। তবেই আমি তোমার প্রেমিক হবো!! আমি তোমার প্রেমিক হবো যদি আজন্মের অভিমান নিয়ে আমার বুকে শুতে পার যদি বলতে পার আমি একান্তই তোমার তুমি নও অন্য কারো যদি বলতে পার ছেড়ে যেতে হবেনা এই এক কালে যদি মহাকাল ধরে বুকে জাপটে ধরে আগলে রাখতে পার তবেই আমি তোমার প্রেমিক হবো আমি তোমার প্রেমিক হবো যদি তুমি একান্ত আমিতেই মুগ্ধ হতে পার যদি আমার এই বিচ্ছিন্ন প্রেমে মন দোলাতে পার এই এলোমেল চেতনার মহাউৎস হতে পার যদি অগুছালো আমিকে গুছিয়ে নিতে পার তবেই আমি তোমার প্রেমিক। তোমাকে চাই আমার তোমায় চাই, মন খারাপের রাতে। বিষন্নতায় ডুবে থাকা কোন এক কুয়াশার ভোরে। রোদের তাপে পুড়ে যাওয়া ক্লান্ত দুপুরে। আমার তোমাকে চাই,,, বৃষ্টি ভেজা কোন এক বিকেলে। সূর্যাস্ত যাওয়া কোন এক সন্ধ্যাবেলায়। তারায় তারায় মেলা বসা কোন এক পূর্নিমা রাতে। আমার তোমাকে চাই,, নিকোটিনে নিজেকে উৎসর্গ করা কোন এক বিষাদ বেলায়। অভীমানে থমকে যাওয়া কোন এক বিষন্ন মূহুর্তে। নিস্তব্ধ হয়ে পড়া কোন এক বিরক্তিকর রাতে। আমার তোমাকে চাই,,, ঘুম ঘুম চোখে ঘুমানোর ঠিক আগ মূহুর্তে। ক্লান্ত হয়ে তোমায় নিয়ে মগ্ন থাকা কোন বিষন্ন বিরহে। দীর্ঘশ্বাস নিয়ে চুপসে যাওয়া কিছু সময়ের আড়ালে। আমার তোমাকে চাই,, ফল্গুধারার নিজেকে হারাতে। বৈশাখের প্রথম প্রহরে রাস্তা আটকে দাড়াতে। শ্রাবণের ভারী বর্ষনে নিজেকে ভাসাতে। আমার তোমাকেই চাই,,, বসন্ত বাতাসে নিজেকে মাতাতে। এলোমেলো চুল গুলো নিয়ে নিজেকে সাজাতে। এক বিন্দু ভালোবাসা কে এক সমুদ্রের জলে মিলিয়ে দিতে। আমার তোমাকেই চাই,,, নিজের ভিতরে অজানা এক মায়ার ছোয়াতে। তোমার জীবনে নিজেকে জড়াতে। ফুল হাতে তোমার সামনে দাড়াতে। তুমিটাই আমার সব চাইতে বড় পাওনা,,, হতো চাই তোমাতে বিভোর,, জানিনা কবে সেই অপেক্ষার রাত্রি পেরিয়ে হবে ঝলমলে এক ফাল্গুনী ভোর।