সোশাল মিডিয়ার জনপ্রিয় সিরিজ "নামাজে মন ফেরানো" এবার বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। নামাজে খুশু-খুযু বৃদ্ধির অন্য যেকোনো বই থেকে এই বইটি আপনার কাছে ভিন্ন লাগবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। বৃহৎ কলেবরে সম্পাদনা এবং সমৃদ্ধ সংযোজন বইটিকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায়, আলহামদুলিল্লাহ। ভাবুন তো, নামাজ ছাড়া মুসলিম জীবন কল্পনা করা যায়? শরীরের জন্য যেমন অক্সিজেন আবশ্যক, মুসলিমের জন্য তেমনি নামাজ! যে মানুষটা হয়তো তেমন একটা ধর্ম-কর্ম নিয়ে সচেতন নন, তিনিও জীবনের কোনো এক পর্যায়ে নামাজে সিজদায় গিয়ে নিজের অন্তর ঠাণ্ডা করেছেন। জীবনের একটা পর্যায়ে এসে আমরা যখন বুঝতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা কতটা জরুরী, তখন সবার আগে নামাজকে আঁকড়ে ধরি। কিয়ামতের দিন সবার আগে যে বিষয়টি নিয়ে আপনাকে-আমাকে প্রশ্ন করা হবে, সেই নামাজকে জীবন্ত করার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা? শাইখ আব্দুল নাসির জাংদা কর্তৃক পরিচালিত ‘মিনিংফুল প্রেয়ার’ কোর্সটির শিক্ষারত্ন এবং ভাবানুবাদ এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোর্সটি মূলত অনলাইনে প্রচারিত হয় এবং সর্বমোট ১১টি লেকচারের সমন্বয়ে গঠিত। সম্পূর্ণ কোর্সজুড়ে একজন মুসলিম তার নামাজের মধ্যে যা যা শব্দ, বাক্যমালা, তাসবীহ ইত্যাদি উচ্চারণ করেন, সেগুলোর ভাষাগত এবং পরিভাষাগত অর্থের ব্যাখ্যা দেয়া হয়েছে। সেই সাথে নামাজকে মধুর এবং সফল করার বিভিন্ন কলাকৌশল, সত্য ঘটনা অবলম্বনে কিছু গল্প-উপাখ্যান ইত্যাদি আজকের যুগের প্রেক্ষাপটের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। বইটিকে আরো সমৃদ্ধ করেছে নামাজ সম্পর্কিত সময়ের বিজ্ঞ ও বরেণ্য ব্যক্তিদের বয়ান সংযোজন।