মনির তালুকদার এই সংকলনের অন্তর্ভুক্ত বিদেশি নির্বাচিত কতকগুলো ছোটগল্পের সযত্ন বঙ্গানুবাদ করেছেন। এগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটা আনন্দের কথা যে পত্রিকা থেকে লেখাগুলো আজ একত্রে সন্নিবেশিত হয়ে দুই মলাটের অন্তর্ভুক্ত হতে চলেছে। লেখক হিসেবে মনির তালুকদারের অন্যান্য যে বইয়ের সঙ্গে আমি পরিচিত তাদের তুলনায় এই গ্রন্থটি একদমই স্বতন্ত্র চরিত্রের। এই গল্পগুলো বাছাইয়ের মধ্য দিয়ে মনির তালুলদারের রুচি, পছন্দ বা ঝোঁকের (Bias) একটি পরিচয় ফুটে উঠেছে। একদম প্রথম গল্পটির কথাই ধরা যাক। রেনে মার্কুইজ-পুয়ের্তোরিকোর লেখক লিখেছেন ‘ম্যানহাটনের দ্বীপটিতে’ গল্পটি। সাবলীল অনুবাদের কারণে আমি এক নিশ্বাসে গল্পটি পড়ে ফেলেছি। গল্পটি থেকে যেমন একদিকে নিম্নমধ্যবিত্ত এবং মহিলাদের (পেশায় যিনি জীবন বিক্রি করে জীবিকার্জন করছেন) তীব্র নিষ্ঠুর জীবনযন্ত্রণার বিষাদময় অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়, তেমনি অন্যদিকে তার যে সাহসী অতিক্রম এবং তীব্র আত্মসম্মানবোধ সেটাও আমরা খুঁজে পাই গল্পের শেষপ্রান্তে এসে। বহুদিন আমি এরকম একটি শিল্পিত রাজনৈতিক ছোটগল্প পাঠ করিনি। মনির তালুকদারের এই একটি গল্পের জন্যই এই সমগ্র বইটি আমার মতো পাঠকেরা কিনতে আগ্রহী হবেন বলে মনে করি। তবে রাজনীতি সচেতন পাঠকরা শুধু নয়, অন্যান্য পাঠকরাও এই গ্রন্থে সাহিত্য রসের উৎস খুঁজে পাবেন। এখানে চিরায়ত সাহিত্যের কিছু ছোটগল্পেরও বঙ্গানুবাদ স্থান পেয়েছে। গি দ্য মোপাসাঁর একাধিক গল্প, হাইরখ ব্যোলের গল্প, গ্রাহাম গ্রিনের গল্প, লু-স্যুন এর গল্প ইত্যাদি সুনির্বাচিত চিরায়ত গল্পও এই বইয়ে স্থান পেয়েছে। এছাড়া আধুনিক লেখকদের আধুনিক কিছু গল্পও এই বইয়ের অন্তর্ভুক্ত হয়েছে। আমার ধারণা গল্পগুলোর মধ্যে মনির তালুকদারের সমাজ-সচেতন পক্ষপাতিত্ব ফুটে উঠেছে এবং গল্পগুলো সুখপাঠ্যও হবে। এম এম আকাশ