জ্ঞানের যে শাখাটিতে সবচেয়ে বেশি ভিত্তিহীন বিষয় যুক্ত হয়েছে, তা হলো ইতিহাস। মুসলিমদের হোক বা অমুসলিমদের। ইতিহাস একটি জাতির দর্পণ। আয়নায় যেমন ভেসে ওঠে আমাদের পেলব মুখাবয়ব, তেমনই ইতিহাস নামের আয়নায় দৃষ্টি ফেরালে দেখা যায় একটি জাতির উত্থান-পতন ও সফলতা-ব্যর্থতার সচিত্র আখ্যান। ইতিহাস থেকেই আমরা আমাদের বর্তমানের সবক নিই, সমাধানের পথ খুঁজি, ভবিষ্যৎ নির্মাণ করি। কারণ, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎ অনিশ্চিত। তাই বাঙালি মুসলিমদের সমৃদ্ধ করতে মাকতাবাতুল হাসানের এবারের প্রয়াস ইসলামি ইতিহাসের পাঁচটি অনবদ্য গ্রন্থ। আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন! গ্রন্থ পাঁচটি যথাক্রমে: ১। সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস লেখক : ড. রাগিব সারজানি অনুবাদক :নাজিবুল্লাহ সিদ্দিকি ২। ফিতনার ইতিহাস লেখক : ড. রাগিব সারজানি অনুবাদক : মাহদি হাসান ৩। ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস লেখক : ড. রাগিব সারজানি অনুবাদক : আশিকুর রহমান, আবদুল্লাহিল বাকি ৪। উমাইয়া খেলাফতের ইতিহাস লেখক : মাহমুদ শাকের অনুবাদ : ইহতিশামুল হক ৫। মামলুক সালতানাতের ইতিহাস লেখক : মাহমুদ শাকের অনুবাদক : ইহতিশামুল হক
Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে | শিক্ষা তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। কর্মক্ষেত্র অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর রচনাবলি ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।