কবিতা, উপন্যাস, নাটক, প্রবাদ, প্রবচন, সঙ্গীত, পত্রিকা সহ অন্যান্য বিষয়ের সাথে ছোট গল্প সাহিত্যের একটা বড় অংশ জুড়ে বিরাজমান। বিশ্ব কবি রবীন্দ্রনাথ, পরশুরাম, সুনীল গঙ্গোপাধ্যায় সহ অসংখ্য প্রথিতযশা নন্দিত সাহিত্যিকদের লেখা সমাজের ভিত্তির নানা স্থানে ভীষণ অসাজস্যকে নিপুণ ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে আরো অনেকে সাহিত্যের এই শাখাকে সমৃদ্ধ করেছেন। ছোট বেলা থেকেই কবিতা, গল্প, উপন্যাস পড়া থেকে লেখার ঝোঁক পেয়ে বসে। তবে কবিতা ছিলো লেখার ক্ষেত্রে প্রথম পছন্দের তালিকায়। এর পরে সমাজের নানা বাঁকে বা ব্যক্তি জীবনের নানা ঘাত প্রতিঘাতের বিষয়গুলো নিজেকে বেশ নাড়া দেয়। তখনই কবিতার সাথে গল্প লেখার প্রতি আগ্রহ জন্মে। ইতিমধ্যে সাত আটটি কাব্যগ্রন্থ প্রকাশ করলেও দায়িত্ব আমার প্রথম গল্পগ্রন্থ। যেখানে সমাজ ও পারিবারিক নানা ঘটনার সংমিশ্রণে গড়ে উঠেছে এর এক একটি গল্প। গল্পগুলি পাঠক মনে নতুন ভাবনার সাথে সাথে চলমান মানবিক জীবনের বৈচিত্রময় জীবন প্রণালীর চিত্রের বাস্তবতা প্রত্যক্ষ করবার সুযোগ সৃষ্টি করবে। সাথে পাঠককুল এই গল্পগ্রন্থে স্থান পাওয়া গল্পগুলো পড়ে নানা স্বাদ আস্বাদন করবেন বলে আমি মনে করি। গল্পগুলি সম্পূর্ণ নিজস্ব ভাবধারায় চোখের সামনে দেখা বা শোনা বিষয়ের ছায়া অবলম্বনে লেখা হলেও এর চরিত্রগুলো আমার নিজস্ব সৃষ্টি। এর কোনও চরিত্র বা সংলাপ কারো ব্যক্তি জীবনের সাথে মিলে গেলে তা অনিচ্ছাকৃত। ছোট খাটো ভুলত্রæটি থাকা অস্বাভাবিক নয়। তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য পাঠকদের আহ্ববান জানাচ্ছি। আপনাদের কাছে এই গ্রন্থটি গ্রহণযোগ্য হলে, আগামীতে নতুন সৃষ্টিতে আগ্রহ সৃষ্টি হবে ইনশাল্লাহ।