শৈশবের স্মৃতিময় সময়ের কথামালায় সাজানো, সে সময়ে দেখা পদ্মাচরের মানুষের গল্প, সাথে নিজের জীবনের কষ্ট আবেগ অনুভ‚তি ও সুখকর মুহূর্তের নানা বিষয় কবিতার ভাষায় সন্নিবেশিত করবার প্রয়াস ঘটেছে পদ্মার চোখে জল কাব্যগন্থটিতে। তাছাড়া সমসাময়িক সময়ে করোনার ভয়াল থাবা মানুষ ও বিশ্বকে করেছে বিপন্ন। শত সহস্র লক্ষ মানুষকে কেড়ে নিয়েছে করোনা, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সকল মানুষ, অসহায় ও মানবেতর জীবনের পথে হেটেছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। এছাড়া মানুষের জীবন, সমাজ, প্রেম প্রীতি, পরিবার ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে লেখাগুলো স্থান পেয়েছে আমার এই কাব্যগ্রন্থে। লেখাগুলো সত্যি কবিতা হয়ে উঠেছে কি'না, তা পাঠকের উপর ছেড়ে দিলাম। তবে আমার আন্তরিকতার এতোটুকু ঘাটতি ছিলো না। “পদ্মার চোখে জল” শিরোনামে আমার এ কাব্যগ্র্রন্থ আমার সপ্তম একক কাব্যগন্থ। প্রিয় পাঠক, কবি, সাহিত্যিকদের ভালোলাগা ভালোবাসা আমাকে এ পর্যন্ত আসতে সহায়তা করেছে। আপনাদের আন্তরিক সমর্থন থাকলে তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। লেখাগুলো ভুলের ঊর্ধ্বে বলে মনে করছি না। সেই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহŸান জানাচ্ছি প্রিয় পাঠককুল ও শুভানুধ্যায়ীদের। আপনাদের উৎসাহ, আগ্রহ ও উপদেশ আরো সুন্দর সৃষ্টির দিকে এগিয়ে যেতে আমাকে উৎসাহ যোগাবে বলে মনে করি। সব শেষে চারু সাহিত্যাঙ্গনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাদের মাধ্যমে বইটি প্রকাশ হতে যাচ্ছে । আপনাদের সহযোগিতায় বইটি পাঠকের হাতে পৌঁছবে, তাই আপনাদেরও শুভেচ্ছা ও শুভ কামনা।