বন্ধুরা, গ্রীষ্মের খরতাপ আর বর্ষার আগমনী বার্তা নিয়ে তোমাদের প্রিয় ‘কিশোর বাংলা’ হাজির হলো জুন—২০২২ সংখ্যা নিয়ে। এ সংখ্যায় আমাদের মূল প্রতিপাদ্য হলো ‘বিশ্ব উদ্বাস্তু দিবস’। এই জুন মাসে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস। এর মধ্যে বিশ্ব উদ্বাস্তু দিবস অন্যতম। প্রতি বছর সারা বিশ্বে যুদ্ধ, সহিংসতা, নির্যাতন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে লাখ লাখ মানুষ নিজের বসতভিটা, এমনকি নিজের পরিচয় হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। অনেককেই শরণার্থী হিসেবে ভিনদেশে আশ্রয় নিয়ে বেঁচে থাকার প্রাণপণ লড়াই করতে হয়। এই উদ্বাস্তুরা এক মানবেতর জীবনযাপন করে চলেছে। যেখানে নেই কোনো নিশ্চয়তা, নেই কোনো নিরাপত্তা। যদি কখনো সুযোগ হয়, তাহলে এই উদ্বাস্তুদের জন্য তোমরা কিছু করার চেষ্টা করবে। বন্ধুরা, এই জুন মাসেই আমরা পালন করব ‘বিশ্ব বাবা দিবস’। যার হাত ধরে আমরা বড় হয়ে উঠি, যিনি তার কষ্টার্জিত সব কিছু আমাদের জন্য ব্যয় করতে দ্বিধা করেন না, আমাদের মঙ্গলের জন্য প্রতিনিয়ত এই পৃথিবীতে লড়ে যান, সেই সব বাবাকে আমরা শ্রদ্ধা জানাই। পৃথিবীর সকল বাবাই শ্রেষ্ঠ বাবা। তাই বাবা দিবসে সকল বাবার জন্যই রইল শুভকামনা। বিশ্ব পরিবেশ দিবসও পালিত হবে এই মাসেই। বর্তমান সময়ে পরিবেশ রক্ষা করাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু মানবজাতিই নয়, সকল প্রাণীর জন্যই সুস্থ পরিবেশ নিশ্চিত করাটা বিশ্বনেতাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। যদিও তা এখনো অলীক স্বপ্ন মাত্র। তাই এবারের বিশ্ব পরিবেশ দিবসে আমাদের লক্ষ্য হোক সুন্দর পরিবেশ নিশ্চিতে সামান্য হলেও অবদান রাখা। বন্ধুরা, এই জুন মাসে আরও রয়েছে শিশুশ্রম প্রতিরোধ দিবস, ইভটিজিং প্রতিরোধ দিবস এবং মাদক ব্যবহার ও পাচার প্রতিরোধ দিবস। এই প্রতিটি দিবসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আমাদের সমাজ ও দেশ হবে শিশুশ্রম, ইভটিজিং ও মাদকমুক্ত। আরো একটি দিবস আছে এই জুন মাসে। সেটি হচ্ছে ‘বিশ্ব সংগীত দিবস’। তোমরা ভালো গান শোনো, সুস্থ সংস্কৃতির চর্চা করো, নিজেদের জীবনকে গড়ে তোলো সাংস্কৃতিক আবহে, সেই শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলার সাথেই থাকো।