ইঞ্জিনয়ার সরদার মোঃ শাহীন। পৈতৃক নিবাস বরিশালের উজিরপুরে। নানার বাড়িও একই উপজেলায়। সাহিয়া-মজিদ দম্পতির কনিষ্ঠ এই সন্তানটির বাবার চাকরির সুবাদে জন্ম ও বেড়ে উঠা গাজীপুর এবং ময়মনসিংহে। শৈশব ও কৈশোরের পুরোটা সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। পড়েছেন ধলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ধলা উচ্চ বিদ্যালয়ে। ১৯৬৬ সালের ২২শে জুলাই জন্ম গ্রহণ করেন গাজীপুরের পুবাইল এ। পেশায় প্রকৌশলী তিনি। ইঞ্জিনিয়ারিয় এ মাস্টার্স করেছেন জাপান থেকে। পড়াশোনা শেষে জাপান বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা দিয়েই ক্যারিয়ারের শুরু এবং স্থায়ী হয়েছেন জাপানেই। জাপান মার্কেটের সফটওয়্যার আউটসোর্সিং এর কাজ বাংলাদেশ থেকে করিয়ে নেবার প্রথম উদ্যোক্তা তিনি। পরবর্তীতে আস্তে আস্তে ব্যবসার পরিধি বেড়েছে, বেড়েছে ধরন। বর্তমানে তিনি সিমেক গ্রুপের চেয়ারম্যান। একজন সমাজ সেবক হিসেবেও তার গ্রহণযোগ্যতা স্বীকৃত। পাশাপাশি পত্রিকা সম্পাদনাও করেছেন। সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়মিত প্রকাশ করেছেন জাতীয় পত্রিকা “সাপ্তাহিক সিমেক”। লেখায় হাতেখড়ি খুব বেশি দিনের নয়। টুকটাক লেখেন। বয়সে তরুণ না হলেও লেখালেখিতে একবারেই তরুণ। “সময়ের আলো” লেখকের প্রকাশিত ষষ্ঠ বই।