শিল্পীর চেয়েও যিনি বড় মানুষ, মান্না’দে কে নিয়ে আমি বই লিখতে গেলাম কেন? মান্না’দের গানের শ্রোতা কিন্তু পুরাে বিশ্বের বাঙ্গালীরাই। দেশের সীমারেখার মধ্যে ভাষাকে কখনাে আটকে রাখা যায় না। বাংলাদেশেও মান্না’দের গানের বিশাল শ্রোতা রয়েছে। শেষবার যখন মান্নাদে বাংলাদেশে অনুষ্ঠান করেন, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমি অনেক কষ্টে টিকিট পেয়েছিলাম । চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র ছিল কানায় কানায় পূর্ণ। গান শােনার পাশাপাশি বই পড়ার নেশা। প্রথমা প্রকাশনী থেকে কিনেছিলাম ‘জীবনের জলসাঘরে। এরপর একে একে মান্না’দের উপর লেখা বেশ কিছু বই, সাক্ষাৎকার ইত্যাদি পড়া হয়েছে। দেড় বছরের উপর হলাে অনুজ প্রতীম মনদীপ ঘরাই এর অনুপ্রেরণায় লেখালেখির জগতে আসা। গত বছর আমাদের অর্থনীতি’ পত্রিকায় একটা কলাম লিখি ‘মান্না’দে- শিল্পীর চেয়েও যিনি বড়। সেই সূত্রে এমাসেই কলকাতায় ‘মান্না’দে সংগীত একাডেমীতে যাওয়া। এর প্রধান শ্রী গৌতম রায়ের সংঙ্গে একাধিকবার দেখা হয়েছে। কলকাতা থাকতেই মনে হয়েছে মান্না দে কে নিয়ে। সব বইগুলি লেখা পশ্চিমবঙ্গে। বাংলাদেশে আমি না। হয় লিখি। নতুন প্রজন্ম একটুখানি জানলেও আমার সার্থকতা।