আলহামদুলিল্লাহ, কুরআন নাযিলের পবিত্র মাস রমাদান ২০২২ এ প্রকাশিত হল একজন বাঙ্গালীর দীর্ঘদিনের সাধনায় ফারাসী ভাষায় কুরআনের অনুবাদ Le Glorieux Saint QUR’AN, Traduction Française ayant l’introduction aux sourates. ফরাসী ভাষা শিক্ষক, প্রফেসর আতাউর রহমান এতে প্রতিটি সূরার শানে নূযুলসহ সহজ সরল আক্ষরিক প্রাঞ্জল অনুবাদ সংকলন করেছেন। ইলাননূর পাবলিকেশন থেকে বাংলাসহ এ পর্যন্ত ৩টি ভাষায় কুরআনের অনুবাদ প্রকাশিত হল। ইংরেজীতে The Glorious Quran, Word for Word Translation এবং বাংলাভাষায় মহিমান্বিত কুরআন, মমার্থ ও শাব্দিক অনুবাদ এর নিয়মিত ও শুয়ুখ সংস্করণ, তথ্য প্রামাণিকতা, কুরআন বুঝে পড়া ও কুরানণীয় আরবি শিক্ষা সহায়ক হিসেবে অনন্য। Le Glorieux Saint QUR’AN ফরাসি ভাষা শিক্ষার্থী ও ফরাসি ভাষায় কুরআন গবেষকদের জন্য বিশেষ ভূমিকা রাখবে। কপিটি এদেশের ফারাসি ভাষা শিক্ষা কেন্দ্রসমূহ ও বিশ্ববিদ্যালয় সমূহের Modern Language Institute গুলোতে রেফারেন্স বই ও ফরাসী ভাষা শিক্ষার্থীদের জন্য ফারাসী ভাষায় একটি অনবদ্য টেক্সট হিসেবে সংগ্রহে রাখার মত। ইউনিক কাভার ডিজাইন এবং প্রতিটি সূরার পরিচিতি সহ অত্যন্ত সাবলীল ভাষা ও বুক প্রেজেন্টেশন আমাদের জানামতে বিশ্বে এটিই প্রথম।
Title
লি গ্লোরিয়াস সেইন্ট কোরআন - ফরাসি অনুবাদ - (ফ্রান্স)