বাংলাদেশের রাজনীতিতে ২০০৭ সালের জানুয়ারিতে সংঘটিত এক-এগারো একটি গুরুত্বপূর্ণ সময়। যে সময়ের ঘনিষ্ঠ একটি চরিত্র রাজনীতিক ইকবাল হাসান মাহ্মুদ টুকু- যিনি তৎকালীন সেনা সমর্থিত মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিন আহমেদ সরকারের নিদারুণ রোষানলে পড়ে বিনা অপরাধে দীর্ঘ ২১ মাস কারাগারে কাটিয়েছিলেন। প্রগতিশীল চিন্তা, সততা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ঢেলে সাজানোর প্রত্যয়ে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। নিষ্ঠার সাথে কাজও করে গেছেন কিন্তু এই মন্ত্রিত্বের কারণেই তার উপর দুর্নীতির পাহাড় সমান অভিযোগ আনা হয়; যদিও কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি ছায়া সামরিক সেই সরকার। ‘আব্বু ওরা এসে গেছে’ গ্রন্থটি ওই কারাজীবনেরই ঘনিষ্ঠ বর্ণনায় লিপিবদ্ধ। মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার পর দুদিন কোনও খোঁজই মেলেনি ইকবাল হাসান মাহ্মুদের। কী হয়েছিলো ওই দুইদিন? তারপর শুরু হয় দীর্ঘদিনের বিচারবহির্ভূত কারাবন্দি জীবন- যেখানে দেখা মিলেছিলো আরও অনেক রাজনীতিকের, চলমান গ্রন্থে দেখা মিলবে তাদের কারাগল্পও। নিশ্চিতভাবেই গ্রন্থটির পাঠক বাংলাদেশের রাজনীতির সামাজিক ইতিহাসের নতুন পর্বের দেখা পাবেন। ঋদ্ধ হবেন একজন রাজনীতিকের জেলজীবনের স্বনির্বন্ধ দিনলিপি পাঠে।