ঊনিশ শতকে উপমহাদেশে বিজ্ঞানের যে নবজাগরণ ঘটেছিল তা বাঙালি বিজ্ঞানীদের হাত ধরেই। পদ্মা-যমুনা মেঘনার পলিমাটিতেই তাদের জন্ম। সায়েন্স ফিকশনের জনক স্যার জে সি বোস মুন্সীগঞ্জের সন্তান। ভারতবর্ষে শিল্পবিপ্লবের অগ্রদূত পিসি রায়ের জন্ম খুলনার পাইকগাছায়। পদার্থবিজ্ঞানের জনক মেঘনাদ সাহা ছিলেন গাজীপুরের অজপাড়া গাঁ শেওড়াতলীর মুদি দোকানির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে মহাবিজ্ঞানী আইনস্টাইনের সুপারিশপত্র নিয়ে এসেছিলেন কোয়ান্টাম পরিসংখানের জনক সত্যেন বোস। বিশশতকের বিজ্ঞানের বিশ্বমঞ্চে তারা শুধু রাজত্বই করেননি ব্রিটিশ ভারতে তারা ছিলেন এক একজন বিজ্ঞানী বেশে বিপ্লবী, দেশপ্রেমিক। মৌলবিজ্ঞানে তাদের অসামান্য অবদানের ওপর ভিত্তি করেই আজ প্রযুক্তির বিস্ময়কর উন্নতি, সাফল্যে চতুর্থ শিল্প বিপ্লবের পথে হাঁটছে বিশ্ব। বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানীরা বইটি বিজ্ঞানের সেসব মহানায়কদের নিয়েই লেখা। ঊনিশ শতকে উপমহাদেশে বিজ্ঞানের যে নবজাগরণ ঘটেছিল তা বাঙালি বিজ্ঞানীদের হাত ধরেই। পদ্মা-যমুনা মেঘনার পলিমাটিতেই তাদের জন্ম। সায়েন্স ফিকশনের জনক স্যার জে সি বোস মুন্সীগঞ্জের সন্তান। ভারতবর্ষে শিল্পবিপ্লবের অগ্রদূত পিসি রায়ের জন্ম খুলনার পাইকগাছায়। পদার্থবিজ্ঞানের জনক মেঘনাদ সাহা ছিলেন গাজীপুরের অজপাড়া গাঁ শেওড়াতলীর মুদি দোকানির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে মহাবিজ্ঞানী আইনস্টাইনের সুপারিশপত্র নিয়ে এসেছিলেন কোয়ান্টাম পরিসংখানের জনক সত্যেন বোস। বিশশতকের বিজ্ঞানের বিশ্বমঞ্চে তারা শুধু রাজত্বই করেননি ব্রিটিশ ভারতে তারা ছিলেন এক একজন বিজ্ঞানী বেশে বিপ্লবী, দেশপ্রেমিক। মৌলবিজ্ঞানে তাদের অসামান্য অবদানের ওপর ভিত্তি করেই আজ প্রযুক্তির বিস্ময়কর উন্নতি, সাফল্যে চতুর্থ শিল্প বিপ্লবের পথে হাঁটছে বিশ্ব। বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানীরা বইটি বিজ্ঞানের সেসব মহানায়কদের নিয়েই লেখা।