ভূমিকা ইচ্ছেটা বহুদিন ধরেই ছিল, তবে তাকে বাস্তবায়িত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এতদিনে সেটা করতে পেরে অত্যন্ত আনন্দিত লাগছে। বর্তমানে চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই পুস্তকের অবতারণা। বাজারে তো অনেক বই রয়েছে। কিন্তু সেই গতানুগতিকতার বাইরে গিয়ে একঘেয়েমি পদ্ধতির বাইরে বেরিয়ে নতুন নতুন কৌশলে অংক রপ্ত করার চেষ্টাটাই বড় হয়ে দেখা দেবে এই পুস্তকে। যতদিন এগোচ্ছে মহার্ঘ্য হয়ে পড়েছে সরকারি চাকরির বাজার। প্রশ্নের ধরন ও তার কাঠিণ্যের মানও হচ্ছে উন্নত। এমতাবস্থায় প্রস্তুতিটাও চাই সেই লক্ষ্যকে মাথায় রেখে। তার মধ্যে অংক এমন একটি বিষয় যার প্রতি ছাত্রছাত্রীদের ভীতি চিরদিনের। এছাড়া এই বিষয়টির সঠিক প্রস্তুতির একটি প্রধান দিক হল কৌশল অবলম্বন। একদিকে থাকে দ্রুত এবং সহজে উত্তর করার বিষয় ও অপরদিকে থাকে সেটিকে রপ্ত করে সঠিকভাবে প্রয়োগের বিষয়। এইসব দিক বিবেচনা করে বর্তমান পুস্তকে অংকের নতুন নতুন কৌশল শেখা এবং রপ্ত করার পদ্ধতি দেওয়া হল। কোনো টিউটরের কাছে যাওয়ার প্রয়োজন আশা করি হবে না। শুধুমাত্র কৌশলের চমক নয়। বাস্তবে পরীক্ষা হলে বসে যাতে পরীক্ষার্থীরা কৌশল প্রয়োগ করে অংকের সমস্যার সমাধান করতে পারে তার দিক নির্দেশ রয়েছে এই পুস্তকে। একই সাথে বাস্তব জীবনের সমস্যার সাথে অংককে মেলানোও যাবে সহজে। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও বইটিকে অবলম্বন করে অংকের সহজ সমাধানের কৌশল করায়াত্ত করতে পারবে বলে আশা রাখি। বাজার চলতি বইয়ে প্রদেয় সমাধান কৌশলের বাইরে বেরিয়ে অংক নামক ধাঁধার সহজ সমাধান নিহিত আছে এই পুস্তকে। সর্বোপরি যাদের জন্য এই প্রয়াস তারা যদি বিন্দুমাত্র উপকৃত হয় তবে সম্পাদকমণ্ডলীর তরফ থেকে আমাদের প্রয়াস সার্থক হবে বলে মনে করি।