জ্যোৎস্নাস্নাত নদী কবিতা, গান ও সাহিত্যে নদী উৎসব কবি মনছুর রহমান বাবু সম্প্রতি সাহিত্য চর্চার অঙ্গনে একটি আলোচিত নাম কবি মনছুর রহমান বাবু। ইতিমধ্যে বিগত বই মেলায় তাঁর প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ " মুজিব বর্ষের কবিতা " আশানুরূপ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। " জ্যোৎস্না স্নাত নদী " কাব্য গ্রন্থ মুলত নদী বিষয়ক একটি বিশেষায়িত কাব্য গ্রন্থ। নদীর সৌন্দর্য যেমন কবিকে আবেগে আপ্লূত করেছে ঠিক তেমনই নদীর দুঃখ দূর্দশাও কবিকে ব্যাথিত করেছে। নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা কবিকে আবেগ তাড়িত করেছে। সেই আবেগ উত্থিত হয়ে কলম ফেটে ঝরেছে এক একটি কবিতা। কবিতায় কবি নদীর সৌন্দর্যে বিমোহিত হয়েছেন। অন্য দিকে নদীর বর্তমানের বেহাল দশা কবিকে ব্যাথিত করেছে। অথচ পৃথিবীকে বাঁচাতে নদীকে স্বাভাবিক, সুন্দর ও গতিময় রাখতে হবে। নদীকে নদীর পথেই ঘোরাতে হবে। এই কাব্য গ্রন্থে কবি তারই দিকনির্দেশনা দিয়ে নদীর বন্দনা করেছেন। নদী মাতৃক বাংলাদেশে নদীকে নিয়ে এই বিশেষায়িত কাব্য গ্রন্থ নদী প্রেমিক হৃদয়ে আলোড়ন তুলবে সন্দেহ নেই। নদী শুধু বাংলা সাহিত্য নয় গোটা বিশ্বের সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। যেটা কিনা কবির এই নদী বিষয়ক কাব্য গ্রন্থ পাঠে অতি সহজেই অনুমেয় হয়েছে। তাঁর এই অসাধারণ ও অনবদ্য সৃষ্টি আমাদের বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে সে কথা নিঃসন্দেহে দাবী করতে পারি। কবি মনছুর রহমান বাবুর " জ্যোৎস্না স্নাত নদী " কাব্য গ্রন্থটি সর্বমহলে সমাদৃত হবে বলে আমার দৃঢ়তর বিশ্বাস।